গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার সাতপাড়ার বেদেপল্লিতে আন্তর্জাতিক সর্পদংশন প্রতিরোধ দিবস উপলক্ষে একটি সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার এ সভা হয়। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সভায় মুখ্য আলোচক ছিলেন ফরিদপুর মেডিকেল কলেজের মেডিসিন বিশেষজ্ঞ শরিফুন্নেছা। বিশেষ অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা তারিকুল ইসলাম।
শরিফুন্নেছা বলেন, ‘প্রতিদিন গড়ে ১৬ থেকে ২০ জন মানুষ সাপের কামড়ে মারা যান। অথচ এসব মৃত্যু প্রতিরোধ করা সম্ভব, যদি আক্রান্তকে দ্রুত উপজেলা, জেলা বা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এন্টিভেনমসহ সঠিক চিকিৎসা দেওয়া যায়।’
তিনি আরও বলেন, ‘সাপে কামড়ালে ভয় না পেয়ে রোগীকে অবিলম্বে সরকারি হাসপাতালে নিতে হবে।’
তারিকুল ইসলাম বলেন, ‘এই অঞ্চলে সাপের কামড়ের ঘটনা তুলনামূলক বেশি। তাই সাধারণ মানুষকে সচেতন করা জরুরি। বিশেষ করে বেদে সম্প্রদায়ের মানুষকে সর্পদংশনে আক্রান্ত রোগীকে নিজে চিকিৎসা না দিয়ে দ্রুত হাসপাতালে পাঠাতে হবে।’