ফরিদপুরে সদর উপজেলায় বাস দুর্ঘটনায় নিহতর সংখ্যা বেড়ে ৭ জন দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ২৯ জন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে, জানান, মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল সোয়া ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের জোবায়দা করিম জুট মিলের কাছে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে পড়ে গেলে ওই দুর্ঘটনা ঘটে।
এতে ঘটনাস্থলে প্রথমে ৫ জন নিহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় আরো দু’জন মারা যান।
জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা নিহতের সংখ্যা নিশ্চিত করে বলেন, ‘প্রত্যেক নিহতের পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার টাকা করে সহায়তা দেওয়ার পাশপাশি আহতদের চিকিৎসার ব্যয়ভার বহন করা হবে।’
এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হবে বলেও জানিয়েছেন তিনি।
নিহতদের মধ্যে তিন জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, নগরকান্দা উপজেলার শেয়ারকান্দি গ্রামের বাসিন্দা জোয়ার সর্দার (৬৫), তার ছেলে ইমান (২৮) এবং একই উপজেলার ভারতী রানী। এছাড়া বাকি চার জনের পরিচয় মেলেনি।
ফরিদপুর কোতোয়ালি থানার ওসি আসাদুজ্জামান সাংবাদিকদের জানান, জেলা সদর থেকে মাদারীপুরগামী বাসটি বাখুন্ডা এলাকায় জোবায়দা করিম জুট মিলের পাশে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত ও বেশ কয়েকজন আহত হন।
তিনি জানান, আহতদের উদ্ধার করে জেলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে নিহতদের মধ্যে তিনজন পুরুষ ও দুজন নারী।