খুলনা-সাতক্ষীরা মহাসড়কের গর্তে মাছ ছেড়ে প্রতিবাদ

টাইমস ন্যাশনাল
1 Min Read
খুলনা-সাতক্ষীরা মহাসড়কে সৃষ্ট গর্তে মাছ ছেড়ে সংস্কারের দাবি। ছবি: টাইমস

খানাখন্দে ভরা খুলনা-সাতক্ষীরা মহাসড়ক। গর্তে মাছ ছেড়ে সংস্কারের দাবি জানিয়েছে নিরাপদ সড়ক চাই (নিসচার) খুলনা মহানগর শাখা।

শনিবার দুপুরে জিরো পয়েন্ট সংলগ্ন উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আঞ্চলিক কেন্দ্রের সামনের সড়কে এ প্রতীকী কর্মসূচি পালন করা হয়।

নিসচার প্রতিনিধিরা জানান, ২০২০ সালের জুনে তৎকালীন প্রভাবশালী ঠিকাদারি প্রতিষ্ঠান ‘মোজাহার এন্টারপ্রাইজ’ খুলনা-সাতক্ষীরা মহাসড়ক নির্মাণ প্রকল্পের কাজ শেষ করে। তবে, মাত্র পাঁচ বছর আগে ১৫০ কোটি টাকায় নির্মিত মহাসড়ক এখন মরণফাঁদে পরিণত হয়েছে।

মহাসড়কের জিরো পয়েন্ট থেকে চুকনগর পর্যন্ত ২৫ কিলোমিটারের কোথাও ভাঙা রাস্তা, কোথাও বড় বড় গর্ত, খানাখন্দ, আবার কোথাও জলাশয়ে পরিণত হয়েছে। ওইসব গর্তে প্রতিদিনই দুর্ঘটনা ঘটছে, উল্টে যাচ্ছে যানবাহন, ঘটছে প্রাণহানি। অথচ এই ভোগান্তি থেকে পরিত্রাণের কোনো কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না, যোগ করেন তারা্

দায়সারা সড়ক নির্মাণে ক্ষুব্ধ এলাকাবাসীরা এখন একটি স্থায়ী সমাধানের জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে বলেও জানান তারা।

প্রতীকী কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন খুলনা নাগরিক সমাজের সদস্য সচিব অ্যাডভোকেট বাবুল হাওলাদার, মহানগর নিসচার উপদেষ্টা ও খুলনা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক মো. সামিউল হক, মহানগর শাখার সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মুন্না এবং সংগঠনের সভাপতি শেখ মো. নাসির উদ্দিন।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *