নির্বাচন এগিয়ে আসার সঙ্গে সঙ্গে ষড়যন্ত্রও বাড়ছে উল্লেখ করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘গণতন্ত্রবিরোধীরা জাতীয়তাবাদী শক্তিকেই টার্গেট করছে।’
শুক্রবার বিকালে বগুড়া জেলার শহীদ টিটু মিলনায়তনে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, ‘দলের বিরুদ্ধে মব সংস্কৃতিসহ নানা ট্যাগিং, সাইবার বুলিং করা হচ্ছে। দেশের মাটি ও মানুষের সঙ্গে বিএনপির সম্পর্ক। নতুন করে যতই চক্রান্ত হোক, ব্যর্থ হবেই। জনগণের শক্তির কাছে কোনো ষড়যন্ত্রই টিকবে না।’
তিনি অভিযোগ করেন, ‘বিএনপি কোনো প্রভু দেশের তাঁবেদারির রাজনীতি করে না।’
তিনি বলেন, ‘স্বৈরাচার শেখ হাসিনার শাসনামলে দেশের নদী-নালা ও খাল-বিল প্রতিবেশী দেশকে লিজ দেওয়া হয়েছিল। তার প্রভু দেশকে খুশি রাখার জন্য দেশকে উজাড় করে দিয়েছিল।’
বিএনপিকে নিয়ে ষড়যন্ত্রের আভাস দিয়ে রিজভী আরও বলেন, ‘একটি গোষ্ঠী বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র করে নির্বাচন বন্ধের পাঁয়তারা করছে। দেশে আর বাকশালি কায়দায় কোনো নির্বাচন হবে না। দেশে অবশ্যই গণতন্ত্র ফিরবে, অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে।’
এ দিন দুপুরে তিনি জেলা মৎস্যজীবী দলের উদ্যোগে করতোয়া নদীতে মাছের পোনা অবমুক্ত কর্মসূচির উদ্বোধন করেন।
এ সময় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু, সাবেক এমপি কাজী রফিকুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি সাবেক মেয়র রেজাউল করিম বাদশা ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক এমপি মো. মোশারফ হোসেন উপস্থিত ছিলেন।