গাজীপুরে পুলিশের ওপর হামলা করে আসামি ছিনিয়ে নিল দুর্বৃত্তরা

টাইমস ন্যাশনাল
1 Min Read
পুলিশের হাতে আটক ‘শীর্ষ সন্ত্রাসী’ মো. সুমন মিয়াকে ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। ছবি: সংগৃহীত
Highlights
  • জেলা গোয়েন্দা পুলিশ প্রথমে ত্রিমোহনী ব্রিজ এলাকা থেকে সন্ধ্যা ৭টার দিকে আটক করে এই শীর্ষ সন্ত্রাসীকে।

গাজীপুরের শ্রীপুরে গোয়েন্দা পুলিশের (ডিবি) ওপর হামলা চালিয়ে ‘শীর্ষ সন্ত্রাসী’ মো. সুমন মিয়াকে (৩২) ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। এ সময় পুলিশের তিন সদস্য আহত হয়েছেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ আব্দুল বারিক বলেন, ‘জেলা গোয়েন্দা পুলিশ প্রথমে ত্রিমোহনী ব্রিজ এলাকা থেকে সন্ধ্যা ৭টার দিকে আটক করে এই শীর্ষ সন্ত্রাসীকে। এরপর অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে যায়। কয়েক দফা হামলার পর ছিনিয়ে নেওয়া হয় আসামি। এ সময় পুলিশের কয়েক সদস্য আহত হয়েছেন।’

বৃহস্পতিবার রাত ৮টার দিকে শ্রীপুর পৌরসভার টেংরা রাস্তার মোড়ে আসামি ছিনতাইয়ের ওই ঘটনা ঘটে। দুর্বৃত্তদের হামলায় আহত পুলিশ সদস্যরা হলেন- এএসআই শহিদুল ইসলাম, এএসআই এমদাদ ও এসআই নাজমুল ইসলাম।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) জানায়, আসামি সুমন বরমী ইউনিয়নের পাঠানটেক গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে গাজীপুর জেলার বিভিন্ন থানায় অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে।

আহত এএসআই শহিদুল ইসলাম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা কাওরাইদ ইউনিয়নের নান্দিয়া সাঙ্গুন এলাকার ব্রিজ থেকে সুমনকে আটক করা হয়। তাকে গাড়িতে উঠিয়ে রওনা করার পর দুর্বৃত্তরা প্রথমে বরমী এলাকায় ওই গাড়ি লক্ষ্য করে হামলা চালায়।’

‘ওই হামলায় সুমনকে ছিনিয়ে নিতে ব্যর্থ হওয়ায় তারা সাতখামাইর, সিসিডিবি, টেংরা ডিবার পার এলাকায় একেরপর এক হামলা চালায়। সবশেষ হামলাকারীরা শ্রীপুর টেংরা রাস্তা মোড় এলাকায় পুলিশকে মারধর করে আসামিকে ছিনিয়ে নিয়ে যায়’, জানান শহিদুল ইসলাম।

 

 

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *