শিক্ষার্থীদের ওপর বলপ্রয়োগের ঘটনা তদন্তে ডিএমপির কমিটি

টাইমস রিপোর্ট
1 Min Read
বুধবার শাহবাগ থেকে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা অভিমুখে পূর্বঘোষিত ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচিতে প্রকৌশল শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। ছবি: জান্নাতুল ফেরদৌস/টাইমস

ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে প্রকৌশল শিক্ষার্থী মিছিল ছত্রভঙ্গ করতে পুলিশের বলপ্রয়োগের ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বৃহস্পতিবার ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা এক অফিস আদেশে একথা জানানো হয়েছে।

তদন্ত কমিটির সভাপতি হিসেবে দায়িত্বে দেওয়া হয়েছে অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) হাসান মো. শওকত আলীকে। সদস্য হিসেবে আছেন যুগ্ম পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) সুফিয়ান আহমেদ এবং সদস্য সচিব হিসেবে উপপুলিশ কমিশনার (অর্থ) সাদেক আহমেদের নাম রয়েছে।

ওই আদেশে বলা হয়েছে, বুধবার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়সহ (বুয়েট) অন্যান্য প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দাবি আদায়ে শাহবাগে জড়ো হন। একপর্যায়ে তারা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে রওনা হলে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে পুলিশ তাদের বাধা দেয়। তখন পুলিশ বল প্রয়োগের মাধ্যমে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়।

এই ঘটনার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, সাক্ষ্য প্রমাণ পর্যালোচনা ও পারিপার্শ্বিকতা বিবেচনায় পুলিশের বলপ্রয়োগের কার্যকারণ ও মাত্রার যথার্থতা নিরূপণ করতে এই কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি।

এই ঘটনার প্রকৃত কারণ ও কর্তব্যরত পুলিশ সদস্যদের দায়-দায়িত্ব নিরূপন করে আগামী তিন কার্যদিবসের মধ্যে মতামতসহ তদন্ত কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *