ওবায়দুল কাদেরসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের মামলা

টাইমস রিপোর্ট
2 Min Read
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের। ছবি: সংগৃহীত

কর্ণফুলী নদীর তলদেশে টানেল নির্মাণ প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে রাষ্ট্রের প্রায় ৬৮৬ কোটি টাকার ক্ষতির অভিযোগে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরসহ চারজনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলা করেছে।

বৃহস্পতিবার দুদকের উপপরিচালক মো. সিরাজুল হক বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলার অন্যান্য আসামিরা হলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগের সাবেক সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, সাবেক প্রধান প্রকৌশলী কবির আহমদ এবং সাবেক যুগ্ম সচিব আলীম উদ্দিন আহমেদ।

এ বিষয়ে দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন এক ব্রিফিংয়ে বলেন, ‘ওবায়দুল কাদেরসহ আসামিরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে কর্ণফুলী টানেল নির্মাণ প্রকল্পে নেগোসিয়েশন কমিটির সুপারিশ উপেক্ষা করেছেন। তারা বিদেশি বিশেষজ্ঞের সুপারিশ ছাড়া অপ্রয়োজনীয় তিনটি কাজ-পরিষেবা এলাকা, পর্যবেক্ষণ সফটওয়্যার এবং একটি ট্যাগ বোর্ড অন্তর্ভুক্ত করে, যার মাধ্যমে সরকারের প্রায় ৫৮৫ কোটি টাকার ক্ষতি হয়েছে।‘

তিনি আরও বলেন, ‘এ ছাড়া, অবৈধভাবে পাবলিক প্রকিউরমেন্ট আইন, ২০০৬ (পিপিএ ২০০৬) এর বিধান লঙ্ঘন করে ৫৫ লাখ ২১ হাজার ১৮৬ টাকা ব্যয়ে পরামর্শক নিয়োগের মাধ্যমে রাষ্ট্রের আর্থিক ক্ষতি করা হয়েছে।‘

মামলার এজাহারে আরও বলা হয়েছে, নেগোসিয়েশন কমিটির সুপারিশ অনুযায়ী, প্রকল্পটি ৬৪৬ মিলিয়ন মার্কিন ডলারে বাস্তবায়ন করার কথা ছিল। কিন্তু অতিরিক্ত পরিষেবা এলাকা, পর্যবেক্ষণ সফটওয়্যার এবং ট্যাগ বোর্ড অন্তর্ভুক্ত করার মাধ্যমে সরকারের প্রায় ৫৮৫ কোটি টাকার ক্ষতি হয়েছে। এসব অতিরিক্ত কাজের বিষয়ে বিদেশি বিশেষজ্ঞদের কোন সুপারিশ ছিল না।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *