অপারেশন থিয়েটারের ভিডিও টিকটকে প্রকাশের পর সিলগালা

টাইমস রিপোর্ট
2 Min Read
ক্লিনিকের অপারেশন থিয়েটারে রোগীর সাথে করা টিকটক ভিডিও প্রকাশের পর সিলগালা করা হয়েছে। ছবি: টাইমস

নড়াইলের লোহাগড়ায় অপারেশন থিয়েটারে রোগীর সঙ্গে নার্সের টিকটক ভিডিও প্রকাশের জেরে একটি বেসরকারি ক্লিনিকের অপারেশন থিয়েটার সিলগালা করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবুল হাসনাতের নির্দেশে প্রত্যাশা ক্লিনিকের অপারেশন থিয়েটার সিলগালা করা হয়।

এর আগে, পৌরসভার জয়পুর গ্রামের ফুলিকাজির মোড়ে প্রত্যাশা ক্লিনিকে কর্মরত নার্স প্রিয়া অপারেশন থিয়েটারের মধ্যে দাঁড়িয়ে অচেতন ও মুমূর্ষু রোগীদের নিয়ে ‘টিকটক ভিডিও’ করে আপলোড করেন। এ নিয়ে বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা আলোচনা-সমালোচনা শুরু হয়। পরে অভিযুক্ত প্রিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি তার ভুল স্বীকার করেন এবং ক্ষমা চান।

তবে, বিষয়টি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর নড়চড়ে বসে স্বাস্থ্য বিভাগ। পরে বৃহস্পতিবার ওই ক্লিনিকের অপারেশন থিয়েটার সিলগালা করা হয়।

লোহাগড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবুল হাসনাত বলেন, ‘অপারেশন থিয়েটারের কোনো কর্মকাণ্ড প্রকাশ করা দণ্ডনীয় অপরাধ। সেখানে মুমূর্ষু রোগীকে অপারেশন থিয়েটারের বেডে রেখে টিকটক করা সীমাহীন অপরাধ।’

‘নড়াইল জেলা সিভিল সার্জনের নির্দেশে ওই ক্লিনিকের অপারেশন থিয়েটার সিলগালা করা হয়েছে। যা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।’

অপারেশন থিয়েটার সিলগালার সময় চিকিৎসক কৃষ্ণপদ বিশ্বাস, ইপিআই প্রকল্পের প্রধান সমন্বয়কারী প্রসান্ত ঘোষ, প্রশাসনিক কর্মকর্তা গোলাম কিবরিয়া, লোহাগড়া উপজেলা ক্লিনিক ও ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি কাজী মুরাদ হোসেন, সাধারণ সম্পাদক রাজু আহমেদ বাপ্পিসহ অনেকে উপস্থিত ছিলেন।

 

 

 

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *