ডেঙ্গু ও করোনাভাইরাসজনিত রোগে একদিনে দেশে কোনো মৃত্যু হয়নি। তবে, নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৪৩২ জন, যার ফলে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩০ হাজার ৩৭৬ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ অ্যান্ড ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ২৪ ঘণ্টায় ঢাকায় ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১৪২ জন, আর ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছেন ২৯০ জন রোগী।
এ বছরের ১ জানুয়ারি থেকে ২৮ আগস্ট পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১১৮ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ৫৬ দশমিক ৮ শতাংশ পুরুষ এবং ৪৩ দশমিক ২ শতাংশ নারী।
ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ৫৯ দশমিক ১ শতাংশ পুরুষ এবং ৪০ দশমিক ৯ শতাংশ নারী বলে জানা গেছে। করোনাভাইরাস সংক্রমণে ২৪ ঘণ্টায় কোনো নতুন সংক্রমণ বা মৃত্যু ঘটেনি। চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৭২৭ জন এবং মারা গেছেন ৩২ জন।
এদিকে. স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, দেশে করোনার প্রথম সংক্রমণ শনাক্ত হওয়ার পর থেকে বর্তমানে মোট শনাক্ত ২০ লাখ ৫২ হাজার ২৭২ জন এবং মৃত্যু ২৯ হাজার ৫৩১ জনে পৌঁছেছে।