শুনানি শেষ, শিগগিরই সংসদীয় আসনের চূড়ান্ত তালিকা প্রকাশ

টাইমস রিপোর্ট
2 Min Read
সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। ছবি: টাইমস

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংসদীয় আসনের পুনঃনির্ধারিত সীমানার বিষয়ে এক হাজার ৮৯৩টি দাবি-আপত্তির শুনানি করেছে নির্বাচন কমিশন (ইসি)। মোট চার দিনে এসব শুনানি করা হয়।

বুধবার শুনানি গ্রহণের শেষ দিনে আয়োজিত সংবাদ সম্মেলনে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, এখন তারা পর্যালোচনা করে যত দ্রুত সম্ভব চূড়ান্ত তালিকা প্রকাশ করবেন।

এর আগে ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের অডিটোরিয়ামে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শুনানি চলে। যেখানে সভাপতিত্ব করেন সিইসি এ এম এম নাসির উদ্দিন, উপস্থিত ছিলেন অন্য নির্বাচন কমিশনার ও ইসি সচিবালয়ের সচিবও।

ইসি সচিব আখতার আহমেদ বলেন, ‘আমরা অপত্তিটা আগে শুনেছি। আপত্তির ক্ষেত্রে যে প্রস্তাবনা এসেছে সেটার পক্ষে-বিপক্ষে বা আমরা যে গেজেটটা প্রকাশ করেছি সেটার পক্ষেও আমরা কথা শুনেছি। আমরা সবাইকে শোনার চেষ্টা করেছি। তবে একই বিষয়ে বার বার যে না বলা হয়, সে অনুরোধ আমরা রেখেছি, আমি কৃতজ্ঞতার সাথে বলতে চাই এই অনুরোধটা সবাই রেখেছেন।’

এক প্রশ্নের জবাবে আখতার আহমেদ বলেন, ‘গত চারদিনে ৩৩ জেলার ৮৪টি আসন সম্পর্কিত এক হাজার ১৮৫টি আপত্তি এবং ৭০৮টি পরামর্শ বা সুপারিশ পেয়েছি। সব মিলে প্রাপ্ত দাবি আপত্তির সংখ্যা এক হাজার ৮৯৩টি ‘

রোববার ছয় জেলার ১৮টি সংসদীয় আসনের পুনঃনির্ধারিত সীমানার বিষয়ে দাবি ও আপত্তির ওপর শুনানি নিয়েছেন জানিয়ে তিনি বলেন, ‘সোমবার নয়টি জেলার ২০টি আসনের সীমানা নিয়ে আমরা শুনানি গ্রহণ করেছি। মঙ্গলবার ছয় জেলার ২৮টি সংসদীয় আসনের সীমানা নিয়ে শুনেছি। আর বুধবার ১২ জেলার ১৮ টি আসন নিয়ে শুনানি গ্রহণ করেছি।’

তবে রোডম্যাপ কবে ঘোষণা করা হবে সে প্রশ্নে সুনির্দিষ্ট কোনো তথ্য দেননি এই সচিব। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এখনই এ বিষয়ে কিছু বলতে চাই না, আগামীকালও আপনাদের কিছু তথ্য দেওয়া হবে।’

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *