ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে স্বতন্ত্র ভিপি প্রার্থী জালাল আহমদ জালালের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা হয়েছে।
রুমমেটকে ছুরিকাঘাতের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে রাজধানীর শাহবাগ থানায় এই মামলা হয়।
বুধবার দুপুরের দিকে শাহবাগ থাকার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘আসামি জালালকে ইতোমধ্যে আদালতে পাঠানো হয়েছে।’
চিফ রিটার্নিং অফিসার মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, ‘জালালের বিরুদ্ধে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো অভিযোগ জমা পড়েনি নির্বাচন কমিশনে। তার বিরোদ্ধে কোনো লিখিত অভিযোগ আসলে টাস্কফোর্স তদন্ত করে সিদ্ধান্ত গ্রহণ করবে।’
মহসিন হলের প্রভোস্ট মো সিরাজুল ইসলাম টাইমস অব বাংলাদেশকে বলেন, ‘থানার বিষয় শেষ করে আমি ভিক্টিমের সঙ্গে সকাল সাড়ে পাঁচটায় দেখা করতে গিয়েছিলাম। তিনি এখন সুস্থ আছেন। তাকে পর্যবেক্ষণে রাখা হবে, যাতে ভবিষ্যতে কোনো জটিলতা না হয়। তিনি যাতে দ্রুত ও সম্পূর্ণভাবে সুস্থ হয়ে উঠতে পারেন আমরা সে ব্যবস্থা করব।’