লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন দলের স্থায়ী কমিটি সদস্য খন্দকার মোশাররফ হোসেন। সোমবার স্থানীয় সময় সন্ধ্যায় সাক্ষাৎকরেন তিনি। মঙ্গলবার তিনি নিজেই বিষয়টি জানিয়েছেন।
খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘দীর্ঘদিন পর তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। এ সময় এমন এক পরিবেশের সৃষ্টি হয়েছে, যা চিরদিন মনে রাখার মতো। অর্থাৎ ‘স্মরণীয় একটি মুহূর্ত।’ বাংলাদেশের কল্যাণে তারেক রহমানের দীর্ঘায়ু ও সাফল্য কামনা করেন তিনি।
তিনি আরও বলেন, ‘বাংলাদেশের রাজনীতি ও আগামীতে জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গ ছাড়াও বিএনপির মূল উদ্দেশ্য গণতন্ত্র এবং শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠা করা। সাক্ষাৎকারে দেশের ভবিষ্যৎ নিয়ে আলাপ-আলোচনা করা হয়েছে।’
এর আগে, ১৫ আগস্ট চিকিৎসার জন্য লন্ডন যান খন্দকার মোশাররফ হোসেন। তার সঙ্গে স্ত্রী বিলকিস আখতার হোসেন ও ছোট ছেলে ব্যারিস্টার খন্দকার মারুফ হোসেন রয়েছেন। চিকিৎসা শেষে বৃহস্পতিবার দেশে ফেরার কথা রয়েছে তার।
২০২৪ সালের ২৭ জানুয়ারিতে সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে খন্দকার মোশাররফ হোসেনের মস্তিস্কে সফল অস্ত্রোপচার হয়।