শাহজালালে ৮ কেজি কোকেনসহ বিদেশি গ্রেপ্তার

টাইমস রিপোর্ট
1 Min Read
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আট কেজি কোকেন ধরা পড়ে। ছবি: শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আট কেজি ওজনের কোকেনসহ এক বিদেশি যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, আটক ব্যক্তির নাম ক্যারেন পেটুলা স্টাফল, যিনি আফ্রিকার গায়ানার নাগরিক। চোরাবাজারে উদ্ধারকৃত কোকেনের আনুমানিক মূল্য প্রায় ১৩০ কোটি টাকা।

সোমবার রাত আড়াইটার দিকে কাতার এয়ারলাইন্সের ফ্লাইট (কিউআর ৬৩৮) দিয়ে দোহা থেকে ঢাকায় আসেন ওই যাত্রী। তার লাগেজে মাদকের একটি চালান আসার খবর পেয়ে গোয়েন্দা তথ্য পাওয়ায় শুল্ক বিভাগের গোয়েন্দারা আগে থেকেই সতর্ক অবস্থান নেয়।

শাহজালালের ৬ নম্বর বোর্ডিং ব্রিজে বিমানটি পৌঁছানোর পর, যাত্রীর আসন নম্বর ৩০-এ গিয়ে তার পরিচয় নিশ্চিত করা হয়। ইমিগ্রেশন প্রক্রিয়া শেষে তার ব্যাগেজ স্ক্যান করা হলে প্লাস্টিকের তিনটি জারে কোকেন পাওয়া যায়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জারের ভেতরে ২২টি ডিম্বাকৃতির ফয়েলে মোড়ানো কোকেন ছিল। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এয়ারপোর্ট ইউনিট প্রাথমিক পরীক্ষায় কোকেনের উপস্থিতি নিশ্চিত করেছে।

এই ঘটনায় চোরাচালানের অভিযোগে ফৌজদারি ও শুল্ক আইনে মামলা দায়ের করার প্রক্রিয়া চলছে।

ভিন্ন একটি সূত্র মতে, দেশের কোনো বিমানবন্দরে সাম্প্রতিক সময়ে এতো বিপুল পরিমান কোকেনের চালান ধরা পড়ার ঘটনা এই প্রথম। দেশে মাদকবিরোধী অভিযান আরও জোরালো করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হলেও আন্তর্জাতিক চোরাচালান চক্র প্রতিনিয়ত নতুন কৌশলে চ্যালেঞ্জ তৈরি করছে।

 

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *