রাজধানী শনিরআখড়া এলাকার কদমতলী পাটেরবাগ এলাকায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে শান্ত আহমেদ বাবু (৩০) নামে এক যুবক খুন হয়েছে। সোমবার রাতে পাটেরভাগ আল-আকসা মসজিদের গলিতে সন্দেহভাজন হামলাকারী শান্তকে ছুরি মেরে পালিয়ে যায়।
শান্তর বন্ধু রাকিব ও তন্ময় জানান, নিহতর বাড়ি কদমতলীর শনিরআখড়া মৃধাবাড়ি এলাকায়। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।
সোমবার রাতে পাটেরবাগ আল আকসা মসজিদের গলিতে ওই এলাকার এক ছেলের সঙ্গে শান্তর বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে শান্তর গলায় ধারালো ছুরি দিয়ে আঘাত করে ছেলেটি পালিয়ে যায়।
রাত সাড়ে ১০টার দিকে শান্তকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, নিহতের গলার বাম পাশে ছুরিঢ় আঘাত রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।