শাকিবের পারিশ্রমিক নিয়ে প্রযোজকের স্বীকারোক্তি

টাইমস রিপোর্ট
3 Min Read
নায়ক শাকিব খান। ছবি: সংগৃহীত

‘শাকিব খানের পারিশ্রমিক ৩ কোটি’—এমন শিরোনামে টাইমস অব বাংলাদেশ সংবাদ প্রকাশ করে গেল ৩ জুলাই। আবু হায়াত মাহমুদ পরিচালিত ‘প্রিন্স: ওয়ানস আপন অ্যা টাইম ইন ঢাকা’ ছবির জন্য এ পারিশ্রমিক হাঁকিয়ে ছিলেন শাকিব। কিন্তু তখন শাকিব বা ছবির পরিচালক-প্রযোজক কেউই খবরটি অফিসিয়ালি স্বীকার করেনি।

তবে এবার অফিসিয়ালি শাকিব খানের পারিশ্রমিকের বিষয়টি জানিয়েছেন প্রযোজক শিরিন সুলতানা। শাকিবের পারিশ্রমিকের বিষয়টি অফিসিয়ালি স্বীকার করার ফলে বাংলাদেশ ও কলকাতার বাংলা ইন্ডাট্রি দুই জায়গা মিলিয়ে তিনিই এ মুহূর্তে সর্বাধিক পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতা। ওপারের দেব ও জিৎ পারিশ্রমিক নেন ছবি প্রপ্তি এক থেকে দেড় কোটি রুপি।

ক্রিয়েটিভ ল্যান্ডের কর্ণধার শিরিন বলেন, ‘এটা তার প্রাপ্য। যেটা উনি ডিজার্ভ করেন সেটা তাকে অবশ্যই দিতে হবে। অবশ্যই আগের তার ছবিগুলো চেয়ে রেমুনারেশন (পারিশ্রমিক) বেশি হওয়াটা স্বাভাবিক।’
তিনি আরও বলেন, ‘আমরা যে ভাবনা থেকে এই ছবিটা নির্মাণ করতে যাচ্ছি, সেই জায়গা থেকে উনি যে পারিশ্রমিক নিচ্ছেন এটা ঠিক আছে।’

‘গত কয়েক বছরে শাকিব ভাইয়ের সবগুলো ছবি দেখেছি। তিনি প্রতিটি কাজে নিজেকে নতুনভাবে হাজির হচ্ছেন। ছবিগুলো দেখে তার প্রতি একধরণের ধারণা ছিল। কিন্তু আমরা যখন তাকে প্রিন্স ছবি গল্প শোনাই উনি এক মনোযোগে ৪৫ মিনিটে শুনে ফেললেন। এতোটাই মনোযোগী ছিলেন মনে হলো এই গল্প তার পুরোপুরি মুখস্ত। আসলে তার এতো বছরের সাধনা আছে বলেই তিনি আজ এই অবস্থানে আছেন,’—বলেন শিরিন সুলতানা।

ছবিটিতে শাকিব খানের বিপরীতে নায়িকা হচ্ছেন নাজিফা তুষি। যদিও বিষয়টি নিয়ে এখনই মুখ খুলতেন চাননি শিরিন। তিনি বলেন, ‘দেশ-বিদেশ মিলিয়ে আমাদের গল্প ও চরিত্রের সঙ্গে যাকে উপযুক্ত মনে হয় তাকে সিলেক্ট করবো। কয়েকজনের সঙ্গে কথাবার্তা আগাচ্ছে। আরও বলেন, নিজেদের উপর বিশ্বাস আছে, দর্শকরাও সাপোর্ট দিচ্ছেন। আশা করছি, আমরা তাদের প্রত্যাশা পূরণ করতে পারবো।’

শুক্রবার ‘প্রিন্স’ ছবির ফার্স্টলুক পোস্টার প্রকাশ হয়েছে। যেখানে দেখা যায় ছোট-বড় বন্দুক হাতে দাঁড়িয়ে আছেন একদল মানুষ। তাদের মাঝখানে দুহাতে দুটি পিস্তল উঁচিয়ে প্রসারিত ভঙ্গিতে দাঁড়িয়ে আছেন একজন। যাকে বিশেষভাবে আলাদা করা যাচ্ছে তিনি শাকিব খান।

আর চারপাশে আবছা আলোয় দৃশ্যমান রাজধানী ঢাকার মানচিত্র— যেখানে চিহ্নিত হয়েছে উত্তরা, আশকোনা, বাড্ডা, গাবতলি, মোহাম্মদপুর, কাফরুল, কারওয়ান বাজার, শাঁখারিবাজার ও গেণ্ডারিয়ার নাম। পোস্টার প্রকাশের সঙ্গে জানানো হয়েছে, ‘ঘোষণা হলো এক নতুন অধ্যায়ের— শহর চিনবে তার আসল নায়ককে।’

ছবিটি আগামী বছরের রোজার ঈদে মুক্তি পাবে।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *