ব্রাহ্মণবাড়িয়ায় দুই ও তিন নম্বর সংসদীয় আসনের সীমানা নিয়ে নির্বাচন কমিশনে শুনানি চলাকালে হাতাহাতিতে জড়িয়েছেন বিএনপি নেতা রুমিন ফারহানার অনুসারী এবং এনসিপির নেতাকর্মীরা। রোববার নির্বাচন কমিশনের আপত্তি-শুনানিতে উপস্থিত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন ও অন্যান্য কমিশনারদের সামনেই এই হাতাহাতি হয়।
আসন নিয়ে শুনানিতেই বিতণ্ডায় জড়ান বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার অনুসারী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যরা। এতে এনসিপি’র তিন নেতাকর্মী আহত হয়েছেন বলে অভিযোগ করেছে দলটি।
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ চেষ্টা করেও দুই গ্রুপের মারামারি থামাতে ব্যর্থ হন।

এনসিপি নেতা প্রকৌশলী আমিনুল হক চৌধুরী অভিযোগ করে বলেন, ‘শুনানিতে অংশ নিতে গেলে আমাদেরকে কথা বলতে দেওয়া হয়নি। ব্যারিস্টার রুমিন ফারহানা ও তার গুণ্ডাবাহিনী আমাদের মেরেছে। আমাদের অপরাধ আমরা দাবি নিয়ে ইসিতে এসেছি। প্রধান নির্বাচন কমিশনারের সামনে আমাদের পেটানো হয়েছে।’
এসময় জামায়াত ও অন্য দলের প্রতিনিধিদেরও কথা বলতে দেওয়া হয়নি বলে দাবি করেন আমিনুল হক।
এদিকে হাতাহাতির ঘটনায় রুমিন ফারহানা বলেন, ‘আমরা ২০০৮ সালের মতো ব্রাহ্মবাড়িয়া-২ আসন পুর্নবহাল চেয়ে ইসিতে আবেদন জানিয়েছি। এটি আমাদের যৌক্তিক দাবি।’
তিনি আরও বলেন, ‘আমাকে প্রথমে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছে। আমি একজন নারী। আমার সমর্থকরা তো বসে থাকবে না। ধাক্কার বদলে ধাক্কা আসবে। যে বিএনপির জন্য গত ১৫ বছর সংগ্রাম করেছি, সে বিএনপির লোকজনই আজ আমাকে ধাক্কা দিল।’