যুক্তরাষ্ট্রের নায়াগ্রা জলপ্রপাত থেকে ফেরার পথে নিউইয়র্কের উত্তরাঞ্চলে পর্যটকবাহী একটি বাস দুর্ঘটনায় শিশুসহ ৫ জন নিহত হয়েছেন।
সিএনএন-এর বরাতে জানা গেছে, স্থানীয় সময় শুক্রবার (২২ আগস্ট) দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে পেমব্রুক শহরের কাছে আই-৯০ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। বাসটিতে মোট ৫৪ জন যাত্রী ছিলেন।
প্রাথমিক তদন্তে জানা গেছে, অতিরিক্ত গতি ও চালকের নিয়ন্ত্রণ হারানোর কারণে বাসটি সড়কের পাশে খাদে পড়ে উল্টে যায়।
দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই উদ্ধারকাজে নামে পুলিশ, ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স ও হেলিকপ্টার। গুরুতর আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। চালক বেঁচে গেলেও তিনি মারাত্মকভাবে আহত হয়েছেন।
নিউইয়র্ক স্টেট পুলিশের মুখপাত্র জেমস ও’ক্যালাঘ্যান বলেন, ‘দুর্ঘটনায় শিশুসহ কয়েকজন নিহত হয়েছেন। উদ্ধার অভিযান এখনো চলছে। হতাহতের সংখ্যা বাড়তে পারে।’
স্থানীয় বাসিন্দারা জানান, দুর্ঘটনাগ্রস্ত বাসে ভারত, চীন ও ফিলিপাইন থেকে আসা অনেক পর্যটক ছিলেন, যাদের মধ্যে বহু শিশু ছিল।
নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল এক বিবৃতিতে নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান। একই সঙ্গে তিনি দ্রুত উদ্ধার তৎপরতার জন্য সংশ্লিষ্ট সংস্থাগুলোকে ধন্যবাদ জানান।
দুর্ঘটনার পর নিরাপত্তাজনিত কারণে আই-৯০ মহাসড়কের উভয় দিকের যান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। বিকল্প পথে যান চলাচলের নির্দেশ দিয়েছে নিউইয়র্ক ট্রান্সপোর্ট অথরিটি।
এ ঘটনায় পর্যটন নিরাপত্তা ও পরিবহন ব্যবস্থাপনা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। পুলিশ জানিয়েছে, বিস্তারিত তদন্তের পর দুর্ঘটনার প্রকৃত কারণ প্রকাশ করা হবে।