দেশে ডেঙ্গু আক্রান্ত আরও পাঁচ জনের মৃত্যু হয়েছে। সবশেষ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে এদের মৃত্যু হয়। একই সময়ে ৩১১ জন রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ অ্যান্ড ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের পাঠানো বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে তিনজন ও রাজশাহী বিভাগে দুইজনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া পাঁচজনের মধ্যে তিনজন নারী ও দুইজন পুরুষ।
এ নিয়ে রোগটিতে চলতি বছরে এখন পর্যন্ত ১১০ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে। সেখানে এই সংখ্যা ৫১, যাদের মধ্যে ৬৪ জন পুরুষ ও ৪৬ জন নারী।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ১১২ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪২ জন, চট্টগ্রাম বিভাগে ৩৭ জন, বরিশাল বিভাগে ৮২ জন, খুলনা বিভাগে ১৫ জন, রাজশাহী বিভাগে ২১ জন ও ময়মনসিংহ বিভাগে দুইজন রোগী ভর্তি হয়েছেন।
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চলতি বছরে জানুয়ারি থেকে এখন পর্যন্ত ২৭ হাজার ৭৮২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।