আগামী সংসদ নির্বাচনে পিআর পদ্ধতি প্রবর্তনের দাবিতে সারাদেশে গণসমাবেশ ও মিছিল করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সেই সঙ্গে জনমত বাড়াতে প্রচারপত্রও বিলি করবে দলটি।
বুধবার দলের পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়েছে।
এর আগে মঙ্গলবার রাতে ঢাকার পল্টনে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সাপ্তাহিক বৈঠক থেকে পিআর পদ্ধতির দাবি আদায়ে ১৫ দিনের কর্মসূচি পালনের সিদ্ধান্ত হয়।
সে অনুযায়ী, আগামী ১ সেপ্টেম্বর থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত দেশের সব জেলা ও উপজেলায় গণসমাবেশ ও মিছিল করবে ইসলামী আন্দোলন। একই সঙ্গে পিআরের পক্ষে জনমত বাড়াতে প্রচারপত্রও বিতরণ করা হবে।
সাপ্তাহিক বৈঠকে দলটির আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, ‘তরুণ শিক্ষার্থীদের রক্তকে কোনো রাজনৈতিক দলের লোভের কারণে ব্যর্থ হতে দেওয়া যায় না। তাই আমরা স্বৈরতন্ত্র রোধের পরীক্ষিত ও কার্যকর পন্থা হিসেবে পিআর পদ্ধতিতে আগামী নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছি। এই দাবিতে আমরা রাজপথে নামারও সিদ্ধান্ত গ্রহণ করে কর্মসূচি ঘোষণা করেছি।’
বৈঠকে উপস্থিত ছিলেন দলের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা মুসাদ্দেক বিল্লাহ আল মাদানী, যুগ্ম-মহাসচিব ইঞ্জিনিয়ার মুহাম্মদ আশরাফুল আলম, হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম, সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ুম, কে এম আতিকুর রহমান ও দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরীসহ দলের জ্যেষ্ঠ নেতারা।