মাহমুদউল্লাহ রিয়াদ অবশেষে নিজের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে দিলেন ‘ফুলস্টপ’। বিদায় বলে দিলেন ওয়ানডে ফরম্যাটকেও। তার আগে এই ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন উইকেট কিপার ব্যাটার মুশফিকুর রহীম।
বাংলাদেশের সামনে এখন আইসিসি দু’টি বিশ্বকাপের চ্যালেঞ্জ। ২০২৬-এ ও ভারতে টি- টোয়েন্টি বিশ্বকাপ। তারপরের বছর ওয়ানডে বিশ্বকাপ।
এছাড়াও দু’টি আসরের আগে দু’টি এশিয়া কাপও মাঠে গড়াবে। এছাড়াও দ্বিপক্ষীয় সিরিজতো আছেই। তাহলে যাদের রিয়াদ ও মুশফিকের বিকল্প ভাবা হচ্ছে তারা সফল হবে এমন নিশ্চিয়তা কোথায়!