জুলাই হত্যাকাণ্ডের আসামির জামিনে উদ্বেগ-নিন্দা

টাইমস রিপোর্ট
2 Min Read
জুলাই অভ্যুত্থান দমনে ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলি চালায় যৌথ বাহিনী। ছবি: অনিক রহমান/টাইমস

জুলাই হত্যাকাণ্ডে অভিযুক্ত আসামি, যাত্রাবাড়ী থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) সাজ্জাদুজ্জামান ঢাকার নিম্ন আদালত থেকে জামিনে ছাড়া পাওয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গভীর উদ্বেগ ও নিন্দা প্রকাশ করেছে।

সংগঠনের কেন্দ্রীয় সভাপতি রিফাত রশিদ ও সাধারণ সম্পাদক হাসান ইনাম এক যৌথ বিবৃতিতে আগামী ২৪ ঘণ্টার মধ্যে সংশ্লিষ্ট আসামির জামিন বাতিল করে দ্রুত গ্রেপ্তার করার দাবি জানান। বিবৃতিতে তারা হুঁশিয়ারি দেন, অন্যথায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কঠোর কর্মসূচি ঘোষণায় বাধ্য হবে।

বিবৃতিতে তারা বলেন, ‘২৪-এর জুলাই-আগস্টে সংঘটিত ছাত্র-জনতার অভ্যুত্থানে শুরু থেকেই ফ্যাসিস্ট আওয়ামী লীগ, তাদের পালিত প্রশাসন, পুলিশ ও পেটোয়া বাহিনী দিয়ে নির্মম গণহত্যা চালিয়েছিল, যাতে সহস্রাধিক আহত হওয়ার পাশাপাশি শহীদ হয়েছেন প্রায় এক হাজার ৪০০ জন। অথচ এখনও পর্যন্ত গণহত্যাকারী আওয়ামী লীগের শীর্ষ থেকে তৃণমূল পর্যন্ত কারো মধ্যে ন্যূনতম কোনো অনুশোচনা নেই; বরং এরই মধ্যে জুলাই হত্যাকাণ্ডে সরাসরি জড়িত আসামিদের জামিন হওয়া জনমনে নতুন করে উদ্বেগ ও ক্ষোভের জন্ম দিয়েছে।’

‘এর আগেও নানা সময়ে আমরা জুলাই হত্যাকাণ্ডের আসামিদের জামিন হতে দেখেছি; যা হাজারও শহীদের রক্তের ওপর দাঁড়িয়ে থাকা অন্তর্বর্তী সরকারের ব্যর্থতারই বহিঃপ্রকাশ’, বলেন তারা।

বিবৃতিতে তারা আরও বলেন, ‘জুলাই ছাত্র-জনতার অভ্যুত্থানোত্তর অন্যতম প্রত্যাশা ছিল বিগত ফ্যাসিস্ট আমলের গুম-খুনের পাশাপাশি জুলাই হত্যাকাণ্ডের বিচার। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, অন্তর্বর্তী সরকার এখনও পর্যন্ত তা দৃশ্যমান করতে পারেনি; যা অভ্যুত্থানের জন-আকাঙ্ক্ষার পরিপন্থি এবং শহীদদের রক্তের প্রতি অবমাননা ও বিশ্বাসঘাতকতার শামিল।’

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *