নির্বাচনে নিরপেক্ষ দায়িত্ব পালনের নির্দেশ সেনাপ্রধানের

টাইমস রিপোর্ট
2 Min Read
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ছবি: সেনাবাহিনীর ফেসবুক পেজ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় সেনা সদস্যদের পেশাদারত্ব বজায় রেখে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

মঙ্গলবার সেনা সদরে অনুষ্ঠিত অফিসার্স এড্রেসে সেনাবাহিনীর সদস্যদের সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

সেনাপ্রধান বলেন, ‘আগামী জাতীয় নির্বাচনে সেনাবাহিনীর ভূমিকা হবে সম্পূর্ণ নিরপেক্ষ।’

নির্বাচনী প্রস্তুতির বিষয়ে কথা বলার পাশাপাশি তিনি সকল সদস্যকে নির্বাচনে ঐতিহাসিক দায়িত্ব পালনে প্রস্তুত থাকার আহ্বান জানান।

অনুষ্ঠানে সেনাপ্রধান সেনাবাহিনী ও এর সদস্যদের বিরুদ্ধে সামাজিক মাধ্যমে চলমান অপপ্রচার এবং বিভিন্ন অপরাধ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। ১০টা থেকে শুরু হওয়া এই অনুষ্ঠানে সেনাবাহিনীর সব সেনানিবাসে কর্মরত এবং জাতিসংঘ মিশনে মোতায়েন সেনা অফিসাররা সরাসরি ও ভার্চ্যুয়ালি অংশ নেন।

জেনারেল ওয়াকার বলেন, ‘সামাজিক মাধ্যমে সেনাবাহিনী ও এর সদস্যদের বিরুদ্ধে অপপ্রচার চলছে। তবে, আমাদের পেশাদারী আচরণই আমাদের সঠিক পথে পরিচালিত করবে।’

তিনি সেনা সদস্যদের ধৈর্য ধরার এবং এই ধরনের অপপ্রচার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

সম্প্রতি দুই সেনা কর্মকর্তার বিষয়ে দুটি ঘটনা সম্পর্কে উল্লেখ করে সেনাপ্রধান বলেন, ‘সেনাবাহিনীর সদস্যদের বিবাহ বহির্ভূত সম্পর্কের প্রবণতা সমাজে মারাত্মক প্রভাব ফেলছে। এই ধরনের কার্যকলাপ জাতির জন্য বিপজ্জনক হতে পারে।’

তিনি সবাইকে এই ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার এবং অধীনস্থদের সতর্ক করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলেন।

এছাড়া, সেনাপ্রধান সেনা সদস্যদের রাজনৈতিক কর্মকাণ্ড, মাদক, যানবাহন দুর্ঘটনা প্রতিরোধ, আত্মহত্যা প্রতিরোধ এবং পারিবারিক দায়িত্ব পালনের বিষয়েও গুরুত্বপূর্ণ নির্দেশনা দেন তিনি।

সেনাবাহিনীর সদস্যদের পেশাদারত্ব এবং ঐক্যের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ‘আমাদের দৃঢ় মনোবল এবং একতাবদ্ধতা আমাদের সর্বোচ্চ লক্ষ্য অর্জনে সহায়তা করবে।’

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *