আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদলের পূর্ণাঙ্গ প্যানেল এখনো চূড়ান্ত হয়নি। প্যালেন নিয়ে দলটি আলোচনা চালিয়ে যাচ্ছে। সোমবার রাত বা মঙ্গলবার মনোনয়ন জমা দেওয়ার আগে প্রার্থীদের নাম প্রকাশ হতে পারে বলেও জানিয়েছেন ছাত্রদলের নেতারা।
সংগঠনটির যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান সহসভাপতি (ভিপি) পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আর সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহী কবি জসীম উদ্দিন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারি হামীম।
তবে ছাত্রদলের শীর্ষ নেতারা জানিয়েছেন, এখনো আনুষ্ঠানিকভাবে কোনো প্রার্থী চূড়ান্ত করা হয়নি। সবাইকে মনোনয়ন ফরম সংগ্রহের নির্দেশনা দেওয়া হয়েছে। পরে যোগ্যতা যাচাই-বাছাই করে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করা হবে।
এদিকে সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে বিজয় একাত্তর হল ছাত্রদলের আহ্বায়ক তানভীর আল হাদী মায়েদের নাম আলোচনায় আছে। এ ছাড়া বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আয়াজ মোহাম্মদ ইমন, দপ্তর সম্পাদক মল্লিক ওয়াসী উদ্দিন তামি, আন্তর্জাতিক সম্পাদক মেহেদী হাসান, ক্রীড়া সম্পাদক মো. সাইফ উল্লাহ সাইফ এবং মাস্টারদা সূর্য সেন হল ছাত্রদলের সদস্য সচিব আবিদুর রহমান মিশুসহ কয়েকজন নেতার নাম সম্ভাব্য কেন্দ্রীয় প্যানেলে ঘুরছে বলে জানা গেছে।