সহশিল্পী কিংবা শত্রুরা খুব একটা তার সম্পর্কে খারাপ কিছু বলতে পারেননি। সবার মুখে সবসময় তার প্রশংসা। তাই বলে কি তার কখনো রাগ হয় না? ‘আস্ক এসআরকে’ অনুষ্ঠানে নিজের সম্পর্কে অজানা অনেক কিছু জানালেন বলিউড বাদশা শাহরুখ খান।
গেল ১৬ আগস্ট আয়োজনটি করা হয়েছিল। সেখানেই আড্ডায় উঠে আসে তার আসন্ন ছবি ‘কিং’, সম্প্রতি অর্জন করা জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রসঙ্গ। এমনকি বাদ যায়নি ছেলে আরিয়ান খানের পরিচালনায় প্রথম সিরিজ ‘দ্য ব্যাডস অব বলিউড’ প্রসঙ্গও। শাহরুখ মনোযোগ দিয়ে সবার প্রশ্ন শুনেছেন এবং তার চিরাচরিত হাস্যরসের মাধ্যমে উত্তর দিয়েছেন।
সেখানেই এক ভক্ত প্রশ্ন করে বসেন, তিনি সেটে রাগ দেখান কিনা বা রাগ দেখানোর চেষ্টা করেন কিনা। উত্তরে শাহরুখ তার সেই পরিচিত হাস্যরসের মাধ্যমে উত্তর দেন, ‘কেউ আমাকে সেটে রাগ দেখানোর সুযোগই দেয় না!’
তিনি আরেকটু মজা করে বলেন, “কিং’ সিনেমার পরিচালক এত কঠোর এবং নিয়ম মেনে চলেন যে, রাগ দেখানোর এখন কোনও সুযোগই নেই।” ‘কিং’ পরিচালনা করছেন সিদ্ধার্থ আনন্দ, যিনি এর আগে ‘পাঠান’ পরিচালনা করেছিলেন।
আরেক ভক্ত ‘কিং’-এর মুক্তি সম্পর্কে জিজ্ঞাসা করেন। শাহরুখ বিচক্ষণতার সাথে উত্তর দেন, ‘কিছু দৃশ্য ভালোভাবে শুটিং করেছেন… শিগগিরই আবার শুরু হবে। ইনশাআল্লাহ, এটি দ্রুত শেষ হবে।’
এ সময় শাহরুখকে এক ভক্ত জিজ্ঞাসা করেন, আরিয়ানের সিরিজ থেকে তারা কী দেখতে পাবে এবং কবে দেখতে পাবে। শাহরুখ মজা করে উত্তর দেন, ‘এই প্রশ্ন অনেক লোক জিজ্ঞাসা করছে, তাই নেটফ্লিক্সকে বরং এই উত্তর দিতে হবে।’
এদিকে, শাহরুখ সম্প্রতি তার প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছেন। ‘জওয়ান’-এ তার অসাধারণ অভিনয়ের জন্য অভিনেতাকে ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেতার পুরস্কারে ভূষিত করা হয়েছে।
উল্লেখ্য, চার বছরের বিরতির পর ২০২৩ সালের জানুয়ারিতে ‘পাঠান’ সিনেমা দিয়ে শাহরুখ বড় পর্দায় বহুল প্রতীক্ষিত প্রত্যাবর্তন করেন, যা বক্স-অফিসের রেকর্ড ভেঙে দেয়। ‘পাঠান’-এর সাফল্যের পর, শাহরুখ ভক্তদের আরেকটি ব্লকবাস্টার ছবি উপহার দেন ‘জওয়ান’, যা কেবল সিনেমাপ্রেমীদেরই আনন্দিত করেনি, বরং তাকে তার প্রথম জাতীয় পুরস্কারও এনে দিয়েছে।