জুলাই গণঅভ্যুত্থানের সময় থেকে প্রায় এক বছর ধরে ‘পলাতক’ ১৮ পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
বরখাস্ত এই ১৮ জন পুলিশ কর্মকর্তার মধ্যে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক প্রধান, অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশিদও রয়েছেন। তিনি ২০২৪ সালের ৫ আগস্ট থেকে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন বলে প্রজ্ঞাপনে বলা হয়।
রোববার জারি করা ওই প্রজ্ঞাপনে জানানো হয়, অভিযুক্ত ১৮ জন কর্মকর্তাকে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০২৮ এর ৩ (গ) অনুযায়ী ‘পলায়ন’ এর শাস্তিযোগ্য অপরাধে অভিযুক্ত হওয়ায় বিধি ১২, উপবিধি (১) অনুযায়ী তাদের চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো।
এর আগে, জুলাই গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে কর্মস্থলে অনুপস্থিত (পলাতক) থাকার অভিযোগে এ বছর গত ১০ আগস্ট ৪০ পুলিশ কর্মকর্তার পদক প্রত্যাহার করে সরকার।
এসব কর্মকর্তাদের মধ্যে ছিলেন সাবেক ডিবি প্রধান হারুন, উপমহাপরিদর্শক (ডিআইজি) সৈয়দ নুরুল ইসলাম ও অতিরিক্ত ডিআইজি বিপ্লব কুমার সরকার। সে সময় তাদের পাওয়া বিপিএম (বাংলাদেশ পুলিশ পদক) ও পিপিএম (রাষ্ট্রপতি পুলিশ পদক) প্রত্যাহার করা হয়।
পাশাপাশি পদক পাওয়ার কারণে এই কর্মকর্তারা যেসব আর্থিক সুবিধা পেতেন তাও বন্ধ করা হয়। এর আগে পদক সংক্রান্ত গৃহীত যাবতীয় অর্থ ফেরত দিতেও এই পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছিল।