নেত্রকোণা বিএডিসি সেচ কার্যালয়ের পুরোনো ভবন ভাঙার সময় ছাদ ধসে তিন শ্রমিক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দুইজন।
নিহতরা হলেন-সদর উপজেলার হলুদাটি গ্রামের শামছুদ্দিনের ছেলে হান্নান মিয়া (৩৮), আটপাড়া উপজেলার অভয়পাশা গ্রামের সালাম মিয়া (৪০) ও নেত্রকোণা পৌর শহরের পলাশহাটি গ্রামের সাদেক মিয়ার ছেলে দীপু মিয়া (৩৯)।
বৃহস্পতিবার বিকালে শহরের নাগরা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান নেত্রকোণা মডেল থানার ওসি কাজী শাহ নেওয়াজ।
আহতরা হচ্ছেন, হাসান মিয়া (৩৮) ও সাইফুল ইসলাম (৩৫)। তাদের বাড়িও নেত্রকোণায় বলে জানান ওসি।
কাজী শাহনেওয়াজ বলেন, ‘নেত্রকোণা-ময়মনসিংহ সড়কের পাশে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (সেচ) অফিসের একটি পুরাতন ভবন ভাঙ্গার কাজ চলছিল। বিকালে কাজ চলা অবস্থায় ভবনটির ছাদের একটি অংশ ভেঙে পড়ে। এ সময় পাঁচ শ্রমিক ছাদের ভাঙা অংশের নিচে চাপা পড়েন।’ তিনি আরও বলেন, ‘তিনজনের লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করা হচ্ছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গেছেন।’
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে। তার মধ্যে তিনজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। গুরুতর আহত বাকি দুইজনকে নেত্রকোণা সদর হাসপাতালে পাঠানো হয়েছে, যোগ করেন তিনি।