জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গীতিকার রবিউল ইসলাম জীবন মিউজিক ভিডিও এবং সিনেমার গানের পাশাপাশি নাটকের জন্যও নিয়মিত গান লিখছেন।
এবার জাকারিয়া সৌখিন পরিচালিত ‘উইশ কার্ড’ নাটকের জন্য কলম ধরেছেন দেশের জনপ্রিয় এই গীতিকার। ‘প্রিয় নামে ডাকতে চাই’ শিরোনামের গানটির সুর ও সংগীত করেছেন সাজিদ সরকার। কণ্ঠ দিয়েছেন ইব্রাহীম কামরুল শাফিন ও রুমি রুশা। এতে অভিনয় করেছেন সময়ের জনপ্রিয় দুই অভিনয়শিল্পী ইয়াশ রোহান ও নাজনীন নাহার নেহা।
১৪ আগস্ট সন্ধ্যায় ইউটিউবে ‘ক্যাপিটাল ড্রামা’ চ্যানেলে নাটকটি উন্মুক্ত করা হবে। এর দুই-এক পরই আলাদাভাবে প্রকাশ করা হবে গানটি।
এই গান নিয়ে জীবন বলেন, ‘একদম প্রথম ভালোলাগার, প্রথম প্রেমের অনুভূতি নিয়ে গানটি লেখা। নাটকের গল্পই মূলত গানের কথাগুলো সাজাতে সাহায্য করেছে। জাকারিয়া সৌখিন খুব সুন্দর চিত্রায়ণ করেছেন। আশাকরি দর্শক-শ্রোতারা পছন্দ করবেন।’
উল্লেখ্য, এ পর্যন্ত কয়েকটি সিরিয়ালের টাইটেলও লিখেছেন রবিউল ইসলাম জীবন জীবন। এরমধ্যে উল্লেখযোগ্য—জুয়েল মোর্শেদের গাওয়া ‘অগ্নিপথ’ (২০১২), রুনা লায়লা ও সাবিনা ইয়াসমীনের গাওয়া ‘দলছুট প্রজাপতি’ (২০১৪), মিলন মাহমুদের গাওয়া ‘নগর আলো’ (২০১৬), পিন্টু ঘোষের গাওয়া ‘চাটাম ঘর’ (২০১৮) এবং কাজী শুভর গাওয়া ‘দেমাগ’ (২০২২)।