ডাকসু নির্বাচন: দুই দিনে মনোনয়ন ফরম নিয়েছেন ২০ জন

টাইমস রিপোর্ট
2 Min Read
নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলছেন ডাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন। ছবি: টাইমস

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অংশ নিতে দুই দিনে ২০ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এর মধ্যে পাঁচ জন প্রার্থী ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদের জন্য এবং বাকি ১৫ জন অন্যান্য পদের বিপরীতে ফরম নিয়েছেন।

বুধবার বিকালে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের তৃতীয় তলায় প্রধান রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত ব্রিফিংয়ে এই তথ্য জানান ডাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন।

এসময় জানানো হয়, মঙ্গলবার মনোনয়নপত্র নিয়েছিলেন সাত জন। যার মধ্যে ভিপি পদের জন্য ছিল দুই জন। বুধবার মনোনয়নপত্র সংগ্রহ করেছে ১৩ জন যার মধ্যে ভিপি পদে তিন জন। এখন পর্যন্ত মনোনয়নপত্র জমা দিয়েছেন চার জন। সেইসঙ্গে দুই দিনে হল সংসদ নির্বাচনের জন্য ১৮টি হল থেকে মোট ১৮টি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, ‘এখন পর্যন্ত কোনো প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পাওয়া যায়নি।’

ডাকসুর সভাপতি ও কোষাধ্যক্ষ পদের বিষয়ে ছাত্র সংগঠনগুলোর উত্থাপিত আপত্তি গঠনতন্ত্রের নিয়ম অনুযায়ী নিষ্পত্তি করা হয়েছে এবং এক্ষেত্রে কমিশনের কোনো হস্তক্ষেপের সুযোগ নেই বলেও জানান তিনি।

ডাকসু নির্বাচনের জন্য মঙ্গলবার সকাল ১০টা থেকে মনোনয়নপত্র সংগ্রহ শুরু হয়েছে। ১৮ আগস্ট পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র নেওয়া যাবে। জমা দেওয়ার শেষ সময় ১৯ আগস্ট বিকাল ৩টা।

২৬ আগস্ট প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ হবে। ৯ সেপ্টেম্বর প্রথমবারের মতো আবাসিক হলের বাইরে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *