ম্যানচেস্টার মাতাল চিরকুট

টাইমস রিপোর্ট
2 Min Read
সুমি ও চিরকুটের অন্যান্য সদস্যরা। ছবি: সংগৃহীত

সম্প্রতি যুক্তরাষ্ট্রের ম্যানচেস্টারে ইউকে ম্যানেজম্যান্ট কলেজের আবারনা ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে ‘সামারফেস্ট ২০২৫’। এতে অংশ নেয় ব্যান্ড দল চিরকুট। পৃথিবীর নানা দেশের শিক্ষার্থী ছাড়াও চিরকুটের টানে এ আয়োজনে ছুটে এসেছিলেন প্রবাসীরাও। চিরকুটের প্রকাশিত একাধিক রিলে দেখা যায় গানের তালে নেচে গেয়ে সকলে উৎসবে মেতেছেন। ব্যান্ডের পক্ষ থেকে ম্যানচেস্টার থেকে শারমিন সুলতানা সুমি জানান, জাদুর শহর, মরে যাবো, কানামাছি গানে প্রবাসীরা একসাথে কণ্ঠ মিলিয়েছে।

সুমি বলেন, ‘খুবই কালারফুল একটা ফেস্টিভ্যাল হয়েছে। অনেক প্রবাসী বাংলাদেশিরা এসেছিলেন যারা চিরকুটকে ভালোবাসেন। একসাথে গেয়েছি। আলাদা করে সবাই এপ্রিশিয়েট করেছে। আমরা ১৪-১৫ বছর ধরে দেশের বাইরে গান করছি। খুবই ভালো লাগে এ ধরণের আয়োজনে বাংলা গানকে প্রতিনিধিত্ব করতে, ছড়িয়ে দিতে। যদি কাউকে একটুও আনন্দ দিয়ে থাকি সেটাই প্রাপ্তি।’

যুক্তরাজ্যের মঞ্চে পারফর্ম করছে ব্যান্ড দল চিরকুট। ছবি: সংগৃহীত

সম্প্রতি ব্যান্ড চিরকুট তাদের চতুর্থ অ্যালবাম ‘ভালোবাসাসমগ্র’ নামের একটি নতুন অ্যালবাম প্রকাশ করেছে। অ্যালবামের দশটি গানের কথা ও সুর করেছেন ব্যান্ডের প্রধান ভোকাল শারমিন সুলতানা সুমি নিজেই। অ্যালবামটি স্পটিফাই, অ্যাপল মিউজিক, ইউটিউব, ফেসবুক মিউজিক সহ সকল ডিজিটাল প্ল্যাটফর্মে এখন শোনা যাচ্ছে। অ্যালবামটির প্রথম গান ‘দামি’ এর একটি ভিডিও গানও প্রকাশিত হয়েছে। গানটি চিরকুটের শ্রোতামহলে দারুন সাড়া ফেলেছে। যার প্রমাণ মিলেছ সুদূর যুক্তরাজ্যেও।

চিরকুট জানায়, দেশে ফিরেই নতুন অ্যালবাম ঘিরে কনসার্টের পরিকল্পনা করছে দলটি। পাশপাশি নতুন অ্যালবামের কাজও শুরু হয়েছে ইতোমধ্যেই।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *