মাদারীপুরের কালকিনি উপজেলার শিকারমঙ্গল ও চর দৌলতখান ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায় প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতু সংযোগ সড়ক ছাড়াই পড়ে আছে। সংশ্লিষ্ট দপ্তর বলছে, ভূমি অধিগ্রহণে জটিলতার কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বাস্তবায়নে নির্মিত এই সেতুটি মিয়ার হাট খালের ওপর ৫১ মিটার দীর্ঘ। প্রায় ১২ ফুট উঁচু এই সেতুর দুই প্রান্তেই সংযোগ রাস্তা না থাকায় পথচারীদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে বলে অভিযোগ স্থানীয়দের।
চর দৌলতখান এলাকার স্কুল শিক্ষক মতিয়ার রহমান বলেন, ‘এই সেতুতে সংযোগ সড়ক না থাকায় সাধারণ মানুষ চলাচল করতে পারছে না। অনেক সময় পড়ে গিয়ে আহতও হচ্ছে। আমরা দ্রুত সেতুর দুই পাশে রাস্তা নির্মাণের দাবি জানাই।’
স্থানীয়রা অভিযোগ করেন, সংযোগ সড়ক ছাড়াই সেতু নির্মাণ পরিকল্পনার ত্রুটির প্রমাণ। বারবার লিখিত ও মৌখিকভাবে জানানো হলেও মিলছে না সমাধান।
এলজিইডির মাদারীপুরের নির্বাহী প্রকৌশলী বাদল চন্দ্র কীর্ত্তনীয়া বলেন, ‘সেতুটির দুই পাশে জমি অধিগ্রহণের কাজ এখনো সম্পন্ন হয়নি। এজন্যই সংযোগ সড়ক তৈরি করা যায়নি। কাজ সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে।’
এলাকাবাসীর দাবি, বর্ষা মৌসুমে সমস্যা ভয়াবহ আকার ধারণ করে। দ্রুত ভূমি অধিগ্রহণ সম্পন্ন করে সংযোগ সড়ক নির্মাণের মাধ্যমে মানুষের দুর্ভোগ লাঘবে কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট দপ্তরের প্রতি দাবি জানিয়েছেন এলাকাবাসী।