সাত বছরেরও বেশি সময় পর চীন সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২০২০ সালে লাদাখে ভারত-চীন সংঘর্ষের পর এটাই তার প্রথম চীন সফর।
বুধবার দেশটির সরকারের একটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রয়টার্স। যদিও আনুষ্ঠানিকভাবে এখনো সফর সম্পর্কে কিছু জানায়নি ভারত।
আগামী ৩১ আগস্ট শুরু হতে যাওয়া সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের (এসসিও) শীর্ষ সম্মেলনে অংশ নিতেই মোদির এই সফর।
এর আগে ২০১৯ সালে সবশেষ চীন সফর করেছিলেন নরেন্দ্র মোদি। অবশ্য গত বছরের অক্টোবরে কাজানে ব্রিকস শীর্ষ সম্মেলনের ফাঁকে চীনের প্রেসিডেন্ট শি জিন পিংয়ের সঙ্গে দেখা হয়েছিল তার।
এমন সময় নরেন্দ্র মোদির চীন সফরের ঘোষণা এল যখন ভারতের রপ্তানি পণ্যের ওপর কঠোর শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। রাশিয়া থেকে তেল কেনার ‘অপরাধে’ ক্রমেই ভারতকে হুমকি দিয়ে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ভারতীয় সংসবাদমাধ্যমগুলো বলছে, এই পরিস্থিতিতে চীনের সঙ্গে সম্পর্ক পুনর্নির্মাণ ভূরাজনীতির জন্য ভীষণ গুরুত্বপূর্ণ।
চিনের তিয়ানজিন শহরে আগামী ৩১ আগস্ট এবং ১ সেপ্টেম্বর এসসিও’র রাষ্ট্রপ্রধানদের বৈঠক অনুষ্ঠিত হবে। এই আন্তর্জাতিক জোটের সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে রয়েছে পাকিস্তানও। তবে এবারের বৈঠকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ যোগ দিচ্ছেন কিনা, তা এখনো জানা যায়নি।
সাম্প্রতিক পহেলগাঁও হত্যাকাণ্ড এবং অপারেশন সিন্দুরের পর এই বৈঠকে নরেন্দ্র মোদী সন্ত্রাসবাদের বিরুদ্ধে কোনও বার্তা দেন কি না, সেদিকেও নজর থাকবে সবার।