ট্রেন পছন্দ না হওয়ায় স্টেশনেই এক ঘণ্টা অবরুদ্ধ করে রাখা হয়েছিল জুলাই ঘোষণাপত্রের অনুষ্ঠানের জন্য বরাদ্দ বিশেষ ট্রেন। আন্দোলনকারীদের বিক্ষোভের পর স্টেশন ম্যানেজারের হস্তক্ষেপে যাত্রা করে রাজশাহী থেকে ঢাকামুখী বিশেষ ওই ট্রেন।
ট্রেনটির বগিগুলো যাত্রার জন্য উপযোগী নয় দাবি করে রেললাইনে বসে পড়েন আন্দোলনকারী জুলাই যোদ্ধারা। এতে স্টেশনে আটকে পড়ে যাত্রীবাহী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনও।
বিক্ষুব্ধরা জানান, ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ আয়োজন উপলক্ষে মঙ্গলবার সকাল সোয়া সাতটার দিকে রেল বিভাগের বরাদ্দ দেওয়া বিশেষ ট্রেনটি রাজশাহী থেকে যাত্রা শুরুর কথা ছিল। একই রুটে ওই ট্রেনে পাবনা, ঈশ্বরদী, টাঙ্গাইল, সিরাজগঞ্জ স্টেশন থেকেও শিক্ষার্থীদের ভ্রমণের কথা ছিল। কিন্তু সেটি যাত্রা ‘উপযোগী’ না হওয়ায় তারা ভ্রমণে অস্বীকৃতি জানান।
ভালো ট্রেন ও বগির দাবিতে রেললাইনের ওপর অবস্থান নেন তারা। একপর্যায়ে দাবি আদায় নিয়ে আন্দোলনকারীরা দুভাগে ভাগ হয়ে পড়েন। উত্তেজনা ছড়িয়ে পড়লে এক পক্ষ রেলের বিশেষ ট্রেনে চড়ে এবং আরেক পক্ষ সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনে ঢাকা রওনা হন।
অন্যদিকে, রেল বিভাগের দাবি, যে ট্রেন বরাদ্দ দেওয়া হয়েছে সেগুলো যথেষ্ট মানসম্মত। বিষয়টি ভুল বোঝাবুঝি ছিল।