দীর্ঘদিন জাতীয় দলের বাইরে নুরুল হাসান সোহান। সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ২০২৩ সালের ডিসেম্বরে। ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করলেও নির্বাচকদের নজর বারবার এড়িয়ে যাচ্ছে তাকে। জাতীয় দলে না থাকলেও ‘এ’ দলের হয়ে নিয়মিতই খেলছেন এই উইকেটকিপার ব্যাটার। সেই ধারাবাহিকতায় ১৪ আগস্ট থেকে অস্ট্রেলিয়ার ডারউইনে শুরু হতে যাওয়া টপ এন্ড টি-টোয়েন্টির জন্য ঘোষিত ‘এ’ দলের নেতৃত্ব পেয়েছেন তিনি। সোমবার তাকে অধিনায়ক করে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
টপ এন্ড টি-টোয়েন্টির প্রথম আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছিল হাই পারফরম্যান্স ইউনিট (এইচপি)। এবার ‘এ’ দলকে পাঠাচ্ছে বিসিবি। গত আসরে ফাইনাল খেললেও শিরোপা জেতা হয়নি এইচপির। রানার আপ হয়ে দেশে ফিরেছিলেন রাকিবুল হাসান-শামীম পাটোয়ারীরা। এবার টুর্নামেন্টের প্রস্তুতির জন্য চট্টগ্রামে এইচপির বিপক্ষে তিনটি প্রস্তুতি ম্যাচের দুটি খেলেছে ‘এ’ দল। সেখানেও দারুণ পারফর্ম করেছেন সোহান। আগামী ৫ আগস্ট তৃতীয় প্রস্তুতি ম্যাচ খেলে ৭ আগস্ট সন্ধ্যায় ডারউইনের উদ্দেশ্যে রওনা হবেন তারা।
সোহানের নেতৃত্বে ঘোষিত এই স্কোয়াডে আছেন জাতীয় দলের তারকা পেসার হাসান মাহমুদ-সহ মাহিদুল ইসলাম অংকন, নাঈম হাসানরাও। আফিফ হোসেন ধ্রুবর সাথে আগের আসর খেলা বাঁহাতি স্পিনার রাকিবুলকেও রাখা হয়েছে দলে। আছেন নাঈম শেখও। ঘরোয়া ক্রিকেটে আলো কেড়ে, বিশেষত এনসিএল টি-টোয়েন্টির গত আসরে বল হাতে দারুন পারফর্ম করে দলে জায়গা নিশ্চিত করেছেন পেসার তুফায়েল আহমেদও।
বাংলাদেশ ‘এ’ স্কোয়াড
নুরুল হাসান সোহান (অধিনায়ক), সাইফ হাসান, নাঈম শেখ, জিশান আলম, মাহিদুল ইসলাম অংকন, ইয়াসির আলী রাব্বি, আফিফ হোসেন ধ্রুব, তুফায়েল আহমেদ, মৃত্যুঞ্জয় চৌধুরী, রাকিবুল হাসান, মাহফুজুর রহমান রাব্বি, নাঈম হাসান, মুশফিক হাসান, রিপন মন্ডল ও হাসান মাহমুদ।