জামায়াত আমিরের বাইপাস সার্জারি চলছে

টাইমস রিপোর্ট
1 Min Read
জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। ছবি: শফিকুর রহমানের ফেসবুক

হৃদরোগে আক্রান্ত বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের বাইপাস সার্জারি শুরু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে এই অস্ত্রোপচার শুরু হয়। অপারেশনটি পরিচালনা করছেন হৃদরোগ বিশেষজ্ঞ ডা. জাহাঙ্গীর কবির।

বিষয়টি নিশ্চিত করেছেন জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, ‘সাড়ে ৮টায় অপারেশন শুরু হয়েছে, আলহামদুলিল্লাহ। এখন ভেতরের কোনো তথ্য জানার সুযোগ নেই। পুরো প্রক্রিয়া সম্পন্ন হতে অন্তত ৫ ঘণ্টা সময় লাগবে।’

এর আগে, শুক্রবার বিকেলে এক সংবাদ সম্মেলনে দলের পক্ষ থেকে নেতার সুস্থতার জন্য সবার কাছে দোয়ার আহ্বান জানানো হয়। পরওয়ার বলেন, ‘প্রিয় রাহবারের সুস্থতা কামনায় আমরা যেন আল্লাহর দরবারে নফল ইবাদতের মাধ্যমে একান্তভাবে দোয়া করি। আল্লাহ যেন আমাদের রাহবারকে দ্রুত আরোগ্য দান করেন এবং পূর্ণ সক্ষমতা নিয়ে দ্বীনের ময়দানে ফিরে আসার তাওফিক দেন।’

দলের পক্ষ থেকে জুমার দিনে দেশের প্রতিটি মসজিদে বিশেষ দোয়ার আয়োজনেরও আহ্বান জানানো হয়েছে।

গত ১৯ জুলাই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের জাতীয় সমাবেশে অংশ নিয়ে অসুস্থ হয়ে পড়েন জামায়াত আমির। পরে তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিকভাবে চিকিৎসকেরা ধারণা করেছিলেন, তিনি ডিহাইড্রেশনে ভুগছেন। এরপর ৩০ জুলাই ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে তার এনজিওগ্রাম করা হলে হৃদযন্ত্রে চারটি ব্লক ধরা পড়ে।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *