পাহাড় কাটার অপরাধে বান্দরবানের লামায় অবস্থিত কোয়ান্টাম ফাউন্ডেশনকে ৫৫ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।
বুধবার সন্ধ্যায় পরিবেশ অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সিনিয়র কেমিস্ট গোলাম বশির আহম্মেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে একই অপরাধে স্থানীয় বাসিন্দা মো. কবির হোসেন ও আন্দালিব গংয়ের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে বান্দরবান জেলা পরিবেশ অধিদপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা যায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০)-এর ধারা ৭ অনুযায়ী পরিবেশ ও প্রতিবেশের ক্ষতি সাধনের দায়ে কোয়ান্টাম ফাউন্ডেশনকে ৫৫ লাখ টাকা ক্ষতিপূরণ হিসেবে জরিমানা করা হয়েছে।
উল্লেখ্য, লামা উপজেলার সরই ইউনিয়নের ডলুছড়ি এলাকায় বিস্তীর্ণ পাহাড়ি এলাকায় কোয়ান্টাম কসমো স্কুল এন্ড কলেজ ও মেডিটেশন সেন্টারসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান রয়েছে কোয়ান্টাম ফাউন্ডেশনের।
পরিবেশ অধিদপ্তরের একজন কর্মকর্তা জানান, কোয়ান্টাম ফাউন্ডেশনের মালিকানাভুক্ত বিশাল এলাকায় প্রায়ই পাহাড় কাটার ঘটনা ঘটলেও কোয়ান্টাম কর্তৃপক্ষের অনুমতি না পাওয়ায় সেখানে প্রবেশ করা সম্ভব হয় না। পরিবেশ, জীববৈচিত্র্য ধ্বংস এবং পাহাড়ের মাটির গুণগতমান বিনষ্ট করায় কোয়ান্টাম ফাউন্ডেশনকে এ জরিমানা করা হয়েছে। আইন অনুযায়ী নোটিশ প্রদানের তারিখ থেকে ৩০ কার্যদিবসের মধ্যে জরিমানার ২৫ শতাংশ সরকারি কোষাগারে জমা দিয়ে অভিযোগের বিরুদ্ধে তাদের আপিল করার সুযোগ রয়েছে।
এ বিষয়ে কোয়ান্টাম ফাউন্ডেশনের বক্তব্য জানা যায়নি।