বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন ইলেকট্রনিক মিউজিক প্রযোজক জাই উলফ পারফর্ম করবেন বার্নিং ক্র্যাব ফেস্টিভ্যাল। এটি অনুষ্ঠিত হবে ২০২৬ সালের ২৯ থেকে ৩১ জানুয়ারি কক্সবাজারে।
‘ইন্ডিয়ান সামার’ ও ‘স্টারলাইট’-এর মতো বিশ্বব্যাপী হিট ট্র্যাকের জন্য পরিচিত জাই উলফ কোচেলাসহ বিশ্বের নামী মঞ্চগুলোতে দর্শকদের মুগ্ধ করেছেন তার ডায়নামিক ও ইলেকট্রিফাইং লাইভ পারফরম্যান্স দিয়ে।
এই বহু প্রতীক্ষিত পারফরম্যান্সটি জাই উলফের ক্যারিয়ারের এক ঐতিহাসিক মুহূর্ত হিসেবে বিবেচিত হচ্ছে। কারণ, এই প্রথমবারের মতো তিনি বাংলাদেশে পারফর্ম করতে যাচ্ছেন। একই সঙ্গে এটি হবে কক্সবাজারে অনুষ্ঠিত বার্নিং ক্র্যাব ফেস্টিভ্যালে তার ডেবিউ পারফরম্যান্স—একটি উজ্জ্বল, সাংস্কৃতিক ও সংগীতনির্ভর উৎসব যা বিখ্যাত এর প্রাণবন্ত পরিবেশের জন্য।
জাই উলফের আন্তর্জাতিক খ্যাতি আর তার জন্মভূমির সঙ্গে সংযোগ-এই দুইয়ের এক অসাধারণ মেলবন্ধন হতে যাচ্ছে এই পারফরম্যান্স। আর সেই মাহেন্দ্রক্ষণের জন্য ভক্তরা ইতোমধ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছেন।