বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদকে কটুক্তি এবং বিএনপি নেতা রহিম উদ্দিন সিকদারের হত্যার প্রতিবাদে কক্সবাজার শহরে গণমিছিল করেছেন দলটির নেতাকর্মীরা। কক্সবাজার পৌরসভা, সদর, রামু ও ঈদগাঁও উপজেলার বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা গণমিছিলটি আয়োজন করেন। বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল মিছিলে নেতৃত্ব দেন।
এর আগে শনিবার কক্সবাজারে এনসিপির সমাবেশে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদকে ইংগিত করে ‘শিলং থেকে নাকি একজন গডফাদার এসেছেন’ — এমন মন্তব্য করায় চকরিয়া দলের সমাবেশের মঞ্চ ভাংচুর করা হয়। এছাড়া কটুক্তির অভিযোগ তুলে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলো।
রোববার কক্সবাজারে মিছিল শুরুর আগে বিএনপি নেতা লুৎফুর রহমান কাজল অভিযোগ করেন, ‘এনসিপি নেতারা বিএনপি নেতাদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ ভাষায় অপপ্রচার চালাচ্ছেন। এসব রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত আচরণ।’
বিএনপি গণমানুষের দল উল্লেখ করে কেন্দ্রীয় এ নেতা বলেন, ‘রহিম উদ্দিন সিকদারের নির্মম হত্যার পর এখনো অপরাধী গ্রেপ্তার না হওয়াকে প্রশাসনিক ব্যর্থতা।’
গণমিছিলটি কক্সবাজার শহরের জেলা বিএনপি কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিএনপি কার্যালয়ে এসে শেষ হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন কক্সবাজার পৌর বিএনপির আহ্বায়ক রফিকুল হুদা চৌধুরী। এতে আরও বক্তব্য দেন সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মাবুদ, রামু উপজেলা বিএনপির আহ্বায়ক মোক্তার আহমদ, ঈদগাঁও উপজেলা বিএনপির সভাপতি আবুল কালামসহ জেলার শীর্ষ নেতারা।