গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা ঘিরে সহিংসতার বিষয়ে গোয়েন্দাদের কাছে আগাম তথ্য ছিল না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই তথ্য দেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘গোয়েন্দাদের কাছে কিছু তথ্য ছিল, তবে তা এত ব্যাপক হওয়া নিয়ে আগাম সতর্কতা ছিল না।’

তিনি জানান, এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, ‘বর্তমানে গোপালগঞ্জের পরিস্থিতি শান্ত রয়েছে এবং যারা সহিংসতায় জড়িত, তাদের গ্রেপ্তার করা হবে।’
সংঘর্ষে ১০ পুলিশ সদস্য আহত হয়েছেন বলেও জানান উপদেষ্টা।

এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে বুধবার গোপালগঞ্জে পদযাত্রা অনুষ্ঠিত হয়। এ সময় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পুলিশের গাড়িতে আগুন, ইউএনও’র গাড়িতে হামলা, সমাবেশস্থলে হামলা, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এনসিপি নেতাদের অভিযোগ, আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের লোকজন এই হামলা চালিয়েছে।
পরে সংঘর্ষ, বোমাবাজি ও অগ্নিসংযোগের জেরে রণক্ষেত্রে পরিণত হয় গোপালগঞ্জ শহর। সংঘর্ষে ৪ জন নিহত হন, বেশ কয়েকজন আহত ও অন্তত ২০ জন গ্রেপ্তার হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাতেই জারি করা হয় কারফিউ। বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত কারফিউ জারি রয়েছে।