ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সিলেট ও সুনামগঞ্জ জেলার তিনটি সীমান্ত দিয়ে ৫৫ জন বাংলাদেশিকে পুশইন করেছে।
বুধবার ভোররাতে চারটা থেকে কোম্পানীগঞ্জ উপজেলার কালাইরাগ, জৈন্তাপুর উপজেলার শ্রীপুর এবং সুনামগঞ্জের নোয়াকোট সীমান্ত দিয়ে এই অবৈধ পুশইনের ঘটনা ঘটে।
বিজিবি সূত্রে জানা গেছে, পুশইন হওয়া বাংলাদেশিদের মধ্যে ৩১ জন নারী, ১২ জন পুরুষ ও ১০ জন শিশু রয়েছে। তারা যশোর, নড়াইল, সাতক্ষীরা, হবিগঞ্জসহ দেশের বিভিন্ন জেলার বাসিন্দা।
সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) সদস্যরা কোম্পানীগঞ্জের কালাইরাগ সীমান্ত থেকে ১৯ জন, জৈন্তাপুরের শ্রীপুর থেকে ১৩ জন, সুনামগঞ্জের নোয়াকোট সীমান্ত থেকে ২১ জন এবং গোয়াইনঘাট উপজেলার নলজুরি সীমান্ত থেকে আরও ২ জনকে আটক করে।
বিজিবি জানায়, কাজের উদ্দেশ্যে বিভিন্ন সময়ে এসব ব্যক্তি ভারতে প্রবেশ করেছিলেন। পরে ভারতীয় আইনশৃঙ্খলা বাহিনী তাদের আটক করে বিএসএফের হাতে হস্তান্তর করে। এরপর রাতের অন্ধকারে বিএসএফ পাঁচটি গ্রুপে ভাগ করে বিভিন্ন সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে পুশইন করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সিলেটের কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ বলেন, ‘ভোর চারটার পর পুশইন শুরু হলে বিজিবি তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাদের আটক করে। যাচাই-বাছাই শেষে আইনি প্রক্রিয়ার জন্য তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।’