লন্ডনে উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় চারজন মারা গেছেন

টাইমস রিপোর্ট
1 Min Read
উড়োজাহাজ সাউথএন্ড বিমানবন্দরে অবতরণের সময় বিধ্বস্ত হয়। ছবি: ভিডিও থেকে নেওয়া

লন্ডনের সাউথএন্ড বিমানবন্দরে উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে চারজন নিহত হয়েছেন। নিহতদের একজন ছিলেন সদ্য ফ্লাইট নার্স হিসেবে দায়িত্ব নেওয়া জার্মান নাগরিক মারিয়া ফার্নান্দা রোজাজ অর্টিজ, যার এটাই ছিল প্রথম কর্মদিবস।

বিবিসি তাদের প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

৩১ বছর বয়সী মারিয়া ছিলেন জন্মসূত্রে চিলির বাসিন্দা। দীর্ঘদিন তিনি সরকারি হাসপাতালে নার্স হিসেবে কাজ করতেন। এরপর একটি মেডিকেল ইভাকুয়েশন কোম্পানিতে যোগ দেন ফ্লাইট নার্স হিসেবে। প্রথম উড্ডয়নেই মর্মান্তিক পরিণতি ঘটে তার।

রোববার বিকেলে ডাচ কোম্পানি জিউশ অ্যাভিয়েশনের একটি উড়োজাহাজ সাউথএন্ড বিমানবন্দরে অবতরণের সময় বিধ্বস্ত হয় এবং সঙ্গে সঙ্গেই আগুন ধরে যায়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয় বলে নিশ্চিত করেছে স্থানীয় পুলিশ। নিহতদের মধ্যে পাইলট ও কো-পাইলট ছিলেন ডাচ নাগরিক, তবে এখনও কারও আনুষ্ঠানিক পরিচয় প্রকাশ করা হয়নি।

এসেক্স পুলিশের চিফ সুপারিনটেনডেন্ট মরগান ক্রোনিন জানান, নিহতদের মরদেহ যথাযোগ্য সম্মান ও মর্যাদার সঙ্গে ব্যবস্থাপনায় নেওয়া হয়েছে। ঘটনার পর সিভিল অ্যাভিয়েশন অথরিটি বিমানবন্দর এলাকায় উড্ডয়ন নিষেধাজ্ঞা জারি করে। সোমবার সাউথএন্ড বিমানবন্দরের সকল ফ্লাইট অন্যপথে সরিয়ে নেওয়া হয়।

বিমানটি রোববার এথেন্স থেকে ক্রোয়েশিয়ার পুলা হয়ে সাউথএন্ডে আসে এবং সেখান থেকে ফের নেদারল্যান্ডসের লেলিস্টাডে যাওয়ার কথা ছিল। তবে অবতরণের সময়েই ঘটে দুর্ঘটনা।

ব্রিটেনের এয়ার অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্রাঞ্চ (এএআইবি) ইতোমধ্যেই ঘটনাস্থলে তদন্ত শুরু করেছে।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *