বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সর্বশেষ আসরের টিকেট চাহিদা ছিল তুঙ্গে। টুর্নামেন্ট শুরুর একদিন আগেই টিকেটের দাবিতে বিসিবির প্রধান ফটকের সামনে আন্দোলন করেন দর্শক-সমর্থকেরা। টুর্নামেন্ট শুরুর পর টিকেট না পেয়ে ক্ষিপ্ত হয়ে লোহার গেটে ভাঙচুর, এমনকি টিকেট বুথে অগ্নিসংযোগের মতো ঘটনাও ঘটিয়েছেন তারা। সেই ঘটনা থেকেই বিসিবির বোধোদয়।
আগামী ২০ জুলাই থেকে পাকিস্তানের বিপক্ষে শুরু হতে যাওয়া তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের টিকেট বিক্রি হবে বিসিবির নির্ধারিত অনলাইন প্লাটফর্মে (www.gobcbticket.com.bd)। রবিবার বিকেলে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিসিবির গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান ও পরিচালক মাহবুব আনাম।
আগামী ১৫ জুলাই থেকে শুরু হবে পাকিস্তান সিরিজের টিকেট বিক্রি। বিসিবির টিকেটিং প্লাটফর্মের ওয়েবসাইট কিংবা অ্যাপে রেজিস্ট্রেশন করে একজন দর্শক সর্বোচ্চ চারটি কিনতে পারবেন। মূল্য পরিশোধের পর ই-টিকেট কিংবা সেটা প্রিন্ট করে নিয়ে এসে নির্ধারিত গেটে দেখিয়ে গ্যালারিতে প্রবেশ করতে পারবেন দর্শকরা। সব মিলিয়ে ৭০% টিকেট উন্মুক্ত থাকবে দর্শক-সমর্থকদের জন্য। এছাড়া বিপিএলের মতো এই সিরিজেও জুলাই আন্দোলনে আহতদের জন্য থাকছে ‘ব্লক থার্টি সিক্স’। শতাধিক টিকেট বিনামূল্যে দেয়া হবে তাদের।
সর্বনিম্ন ৩০০ টাকায় ইস্ট গ্যালারিতে বসে দেখা যাবে পাকিস্তান সিরিজ। ৪০০ টাকা দাম নির্ধারণ হয়েছে শহীদ আবু সাঈদ স্ট্যান্ড ও নর্দান গ্যালারির। ক্লাব হাউজ ক্যাটাগরিতে শহীদ জুয়েল স্ট্যান্ড ও শহীদ মুশতাক স্টান্ডের টিকেট কেনা যাবে ৮০০ টাকায়। ইন্টারন্যাশনাল গ্যালারির উত্তর ও দক্ষিণ গ্যালারির টিকেটের দাম ১৫০০ টাকা। ড্রেসিংরুম সংলগ্ন গ্র্যান্ড স্ট্যান্ডে দর্শকরা খেলা দেখতে পারবেন ২৫০০ টাকায়। সর্বোচ্চ ক্যাটাগরি ইন্টারন্যাশনাল লাউঞ্জে বসে ম্যাচ উপভোগ করা যাবে ৩৫০০ টাকায়।
পুরো সিরিজের টিকেটই বিক্রি হবে অনলাইনে। তবে টিকেট অবিক্রিত থাকলে সেসব ম্যাচের দিন কেনা যাবে বিসিবির নির্ধারিত বুথ থেকে। যদিও কোথায় স্থাপিত হবে বুথ, এখনো জানায়নি বিসিবি। সেটা জানার জন্য চোখ রাখতে হবে বিসিবির ডিজিটাল প্লাটফর্মে।
আগামী ১৬ জুলাই বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান। আগামী ২০, ২২ ও ২৪ জুলাই মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে তিন ম্যাচ। খেলা শুরুর সময় সন্ধ্যা ৬টা।