প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতারা।
দলের নিবন্ধন ও প্রতীক বিষয়ে সেখানে আলোচনা হয় বলে জানা গেছে।
রোববার সকাল সাড়ে ১০টার দিকে নির্বাচন ভবনে যায় এনসিপির প্রতিনিধি দল।
প্রতিনিধি দলে ছিলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ শীর্ষ নেতারা।
এনসিপি নেতৃবৃন্দ প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করেন। বৈঠকের বিস্তারিত জানা না গেলেও এনসিপি নেতারা দলের নিবন্ধন ও প্রতীক নিয়ে কথা বলেন বলে কমিশন সূত্রে জানা গেছে।
জাতীয় সংসদ নির্বাচনে ১১৫টি প্রতীক সংরক্ষণের সিদ্ধান্ত নিয়েছে ইসি। তার মধ্যে এনসিপির চাওয়া শাপলা প্রতীক নেই। গত ২২ জুন নিবন্ধন আবেদন দাখিলের সময় এনসিপি শাপলা প্রতীক চেয়েছিল। তার আগে ১৭ এপ্রিল একই প্রতীক চেয়েছিল মাহমুদুর রহমানের নেতৃত্বাধীন নাগরিক ঐক্য।
এনসিপি নেতারা জুলাই আন্দোলনের বর্ষপূর্তিতে পদযাত্রা কর্মসূচিতে বেশিরভাগ স্থানে শাপলা ফুল হাতে নিয়ে দলীয় প্রচারনা চালাচ্ছেন। এরই মাঝে শাপলা প্রতীক তালিকায় না থাকার সংবাদ জেনে ক্ষোভ প্রকাশ করেন তারা।