বাংলাদেশের ৯ গোলের ঝড়ে উড়ে গেল শ্রীলংকা

টাইমস স্পোর্টস
2 Min Read
ছবি: বাফুফে

সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপ ২০২৫-এর সূচনাতেই বাজিমাত করল বাংলাদেশ। শুক্রবার বসুন্ধরা কিংস অ্যারেনায় গ্রুপপর্বের প্রথম ম্যাচে ৯-১ গোলে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল স্বাগতিক কিশোরী বাঘিনীরা। শুরু থেকেই মাঠে ছিল একচেটিয়া আধিপত্য, আর গোলের ফুলঝুরি দেখিয়ে বাংলাদেশের মেয়েরা বুঝিয়ে দিল—তারা এসেছে শিরোপার মিশনে।

ম্যাচের দ্বিতীয় মিনিটেই গোল করে স্কোরলাইন খুলে দেন মিডফিল্ডার সাপনা রানি। বক্সের বাইরে থেকে নেওয়া তাঁর ফ্রি-কিক ছিল চোখজুড়ানো; শ্রীলঙ্কান গোলকিপার দেখতেই পারলেন না কীভাবে বল জালে ঢুকে গেল। এরপর চতুর্থ মিনিটেই মনকি আক্তার দলের ব্যবধান দ্বিগুণ করেন। একের পর এক আক্রমণে প্রতিপক্ষের রক্ষণ চৌচির করে দেয় বাংলাদেশ।

৩৭তম মিনিটে সিনহা জাহান শিখার দারুণ ক্রস থেকে সাগরিকা গোল করে ৩-০ ব্যবধানে এগিয়ে নেন দলকে। প্রথমার্ধেই নিশ্চিত হয়ে যায় ম্যাচের মোড়।

দ্বিতীয়ার্ধ শুরু হতেই আবারও আলো ছড়ান মনকি আক্তার। ৪৮ মিনিটে সাগরিকার বাড়ানো বল থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি। এর ঠিক দুই মিনিট পর শিখা নাম লেখান স্কোরশিটে—বদলি শানতি মার্ডির কাটব্যাক থেকে দারুণ ফিনিশ।

৫৩ মিনিটে মাঠজুড়ে একক দৌড়ে দর্শকদের মাতিয়ে দেন সাগরিকা, করেন নিজের দ্বিতীয় গোল। আর ৫৯ মিনিটে পূর্ণ করেন হ্যাটট্রিক—পূজা দাসের বাড়ানো ক্রসে নিখুঁত শটে বল জড়ান জালে।

এতেই থামেনি বাংলাদেশের দাপট। ৮৫ মিনিটে বন্না খাতুনের কর্নার থেকে রুপা আক্তার হেডে গোল করে ৮-০ করেন ব্যবধান।

স্টপেজ টাইমে একমাত্র গোলটি আদায় করে নেয় শ্রীলঙ্কা। লায়ানসিকা জাসোথারান করেন সেই সান্ত্বনার গোল। তবে শেষ কথা বলেছিল বাংলাদেশই। ডানপ্রান্তে গতি তোলা শ্রীমতী তৃষ্ণা রানী দারুণ বল বাড়ান শানতি মার্ডির উদ্দেশে। ম্যাচের শেষ গোলটি তাঁর পা থেকেই আসে, আর ৯-১ স্কোরলাইনের জয় নিয়ে মাঠ ছাড়ে লাল-সবুজের মেয়েরা।

এই জয়ের মাধ্যমে বাংলাদেশের মেয়েরা জানিয়ে দিল—তারা শুধু অংশ নিতে আসেনি, বরং ট্রফি জয়ের জন্য এসেছে। আগামী ১৩ জুলাই একই মাঠে নেপালের বিপক্ষে মাঠে নামবে তারা।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *