ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মাইমুনা আক্তার ময়না হত্যা মামলায় গ্রেপ্তার মসজিদের ইমাম ও মুয়াজ্জিনকে রিমান্ড দিয়েছে আদালত।
বুধবার ব্রাহ্মণবাড়িয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সামিউল আলম ইমাম হামিদুল ইসলামকে তিন দিন ও মুয়াজ্জিন সাইদুল ইসলামকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আদালতে শুনানির সময় বাদীপক্ষের পক্ষে ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট নুরুজ্জামান লস্কর তপু।
তিনি বলেন, ‘শিশু ময়না হত্যায় দায়ীদের বিচার নিশ্চিত করতে তারা আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন। শিশুটির পরিবারের ন্যায়বিচার পাওয়ার বিষয়টি আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছি।’
‘আদালতে আমরা বিস্তারিতভাবে আমাদের বক্তব্য উপস্থাপন করেছি এবং বিচারক ইমাম ও মুয়াজ্জিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আশা করছি, খুব শিগগিরই ঘটনার প্রকৃত সত্য সামনে আসবে,’ যোগ করেন তিনি।
৬ জুলাই নিখোঁজ হওয়ার একদিন পর শাহবাজপুর গ্রামের স্থানীয় মসজিদের দ্বিতীয় তলা থেকে মাইমুনা আক্তার ময়নার বিবস্ত্র মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।
এ বিষয়ে পুলিশ সূত্রে জানা যায়, ময়না হত্যাকাণ্ডের তদন্ত চলমান রয়েছে ও খুব শিগগির হত্যাকাণ্ডের পুরো রহস্য উন্মোচিত হবে।