রাজধানীর মিরপুরে এক ব্যক্তির বাসায় ঢুকে মব সৃষ্টির মাধ্যমে ২০ লাখ টাকা চাঁদা আদায়ের চেষ্টাকালে ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে স্থানীয় যুবদল ও ছাত্রদলের শীর্ষ পর্যায়ের নেতা রয়েছেন।
রোববার গভীর রাতে র্যাব-পুলিশের অভিযানের মুখে চাঁদাবাজদের বেশ কয়েকজন পালিয়ে যায়। তারা বাড়িটি থেকে ৫ লক্ষাধিক টাকা নিয়ে গেছে বলে জানা যায়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে আছেন মিরপুর থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান ওরফে মিন্টু (৩৫) এবং যুগ্ম আহ্বায়ক তাবিত আহমেদ আনোয়ার (৩৫)। অপর দুজনের মধ্যে রতন মিয়া (৩৪) স্থানীয় যুবদলের কর্মী এবং ইসমাইল হোসেন (২৪) মিরপুর থানা ছাত্রদলের নেতা বলে জানা গেছে।
পশ্চিম মণিপুরের যে বাসাটিতে ঢুকে চাঁদা দাবি করা হয় সেটির বাসিন্দা সিরাজুল ইসলামের (৫৬) একসময় শ্রমিক লীগ করতেন। তাকে ভয় দেখিয়ে ২০ লাখ টাকা আদায়ের চেষ্টা হয়।
চাঁদাবাজির এই ঘটনায় সিরাজুলের স্ত্রী জাহানারা ইসলাম বাদী হয়ে সোমবার সকালে মামলা করেছেন। সে মামলাতে ৪ জনকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
এ বিষয়ে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমন জানান, গ্রেপ্তার চারজনসহ অজ্ঞাতপরিচয় ৮-১০ জনকে আসামি করে চাঁদাবাজির মামলা হয়েছে। ছাত্রদল ও যুবদলের ওই চার নেতাকর্মীকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে পাঠানো হয়। পরে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।
মামলা সূত্রে জানা গেছে, রোববার রাত আনুমানিক ১০টার দিকে পশ্চিম মণিপুর এলাকায় সিরাজুল ইসলামের বাসায় ঢোকে ১০-১৫ জনের একটি দল। তারা নিজেদের ছাত্রদল ও যুবদলের স্থানীয় নেতা বলে পরিচয় দেন। ‘মব সৃষ্টির’ হুমকি দিয়ে তারা সিরাজুলকে ফ্যাসিস্টের দোসর বলে অভিহিত করেন।
এক পর্যায়ে তারা বলেন, ‘তুই আওয়ামী লীগ করিস, আওয়ামী ফ্যাসিস্টের লোক, তোরে পুলিশে ধরাইয়া দেব, বাঁচতে হলে ২০ লাখ টাকা দে।’
টাকার দাবিতে তারা অনড় থেকে রাতভর সিরাজুল ও তার পরিবারের সদস্যের ভয়ভীতি দেখাতে থাকেন। সিরাজুলের পরিবারের পক্ষ থেকে প্রাণ বাঁচাতে নানা উপায়ে টাকা সংগ্রহ করা হয়। অবশেষে, রাত তিনটার দিকে ওই বাসা থেকে নগদ ৫ লাখ টাকা নিয়ে কয়েকজন বেরিয়ে যান। অন্যরা আরও টাকা আদায়ের চেষ্টা চালিয়ে যান।
অন্যদিকে একটি মোবাইল নম্বর থেকে চাঁদাবাজির খবর পেয়ে ভোর রাতে মিরপুর মডেল থানা পুলিশ ও র্যাবের টিম সেখানে পৌঁছায়। পুলিশ ধাওয়া চাঁদাবাজদের মধ্যে চারজনকে গ্রেপ্তার করে। অন্যরা পালিয়ে যায়।
গ্রেপ্তার ৪ জনের হেফাজত থেকে নগদ ১৬ হাজার টাকা এবং একটি মোটরসাইকেল উদ্ধার হয়।
পুলিশ চাঁদাবাজ গ্রুপের অন্য সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রেখেছে।
এদিকে চাঁদাবাজির ঘটনা জানাজানি হলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা মহানগর পশ্চিম কমিটি অভিযুক্ত দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার করে প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মিরপুর থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আতিকুর রহমান মিন্টু এবং যুগ্ম আহ্বায়ক তাবিদ আহমেদ আনোয়ারকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো।’
এতে স্বাক্ষর করেন ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সভাপতি মো. রবিন খান এবং সাধারণ সম্পাদক আকরাম আহমেদ।