ইন্দোনেশিয়ার জনপ্রিয় পর্যটন স্পট ‘বালি’ উপকূলে ফেরি ডুবির ঘটনায় অন্তত চার ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় ৩৮ জন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।
কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা স্থানীয় উদ্ধারকারীদের বরাত দিয়ে জানিয়েছে, স্থানীয় সময় বুধবার গভীর রাতে পূর্ব জাভার কেতাপাং বন্দর থেকে ৫০ কিলোমিটার দূরের বালির গিলিমানুক বন্দরের উদ্দেশে ছেড়ে যাওয়ার প্রায় আধঘণ্টা পর ‘কেএমপি তুনু প্রতমা জয়া’ নামের ফেরিটি ডুবে যায়।
সুরাবায়া সার্চ অ্যান্ড রেসকিউ এজেন্সি জানিয়েছে, এই ঘটনায় এখন পর্যন্ত চারজন নিহত হয়েছে এবং ২৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এ ছাড়া নিখোঁজ আরো অন্তত ৩৮ জনের খোঁজে বৃহস্পতিবার সকাল থেকে ফের উত্তাল সমুদ্রে অভিযান চালাচ্ছে উদ্ধারকারীরা।
জানা গেছে, ফেরিটিতে ৫৩ জন যাত্রী, ১২ জন ক্রু এবং ২২টি যানবাহন ছিল।
বানিউয়াঙ্গি পুলিশের প্রধান রামা সামতামা পুত্র বলেন, উত্তাল ঢেউয়ের মধ্যে দীর্ঘ সময় ভেসে থাকার পর অনেককে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়।
তিনি বলেন, নিখোঁজদের সন্ধানে এখন পর্যন্ত দু’টি টাগবোট ও দুটি ইনফ্ল্যাটেবল বোটসহ মোট ৯টি নৌযান অংশ নিয়েছে। প্রায় ২ মিটার (সাড়ে ৬ ফুট) উচ্চতার ঢেউয়ের মধ্যে রাতভর উদ্ধার কাজ চালিয়েছে দলটি।
১৭ হাজারের বেশি দ্বীপ নিয়ে গঠিত ইন্দোনেশিয়ায় ফেরি যোগাযোগ জনপ্রিয় মাধ্যম হলেও, নিরাপত্তা বিধিনিষেধ ঠিকমতো না মানার ফলে প্রায়ই সেখানে নৌ-দুর্ঘটনা ঘটে।