জুন মাসের শেষ দিনে দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪২৯ জন। যা কি না চলতি বছরে একদিনে হাসপাতালে ভর্তি হওয়া রোগী সংখ্যায় নতুন রেকর্ড। তবে এ সময়ে কারও মৃত্যু হয়নি।
সোমবার স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত একদিনে হাসপাতালে ভর্তি হয়েছে ৪২৯ জন। চলতি বছরে এই প্রথম একদিনে রোগী সংখ্যা ৪০০ ছাড়াল।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ৪২৯ জনকে নিয়ে চলতি বছরে সরকারি হিসেবে ডেঙ্গুতে আক্রান্ত হওয়া মোট রোগী সংখ্যা ১০ হাজার ২৯৬ জন। আর চলতি জুন মাস শেষ হচ্ছে ৫ হাজার ৯৫১ জন রোগী নিয়ে। অথচ গত মে মাসে হাসপাতালে ভর্তি হওয়া মোট ডেঙ্গু রোগী ছিল এক হাজার ৭৭৩ জন। অর্থাৎ গত মাসের তুলনায় চলতি মাসে রোগী বেড়েছে প্রায় চারগুণ।
অধিদপ্তর জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় যে ৪২৯ জন হাসপাতালে ভর্তি হয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি রোগী বরিশাল বিভাগে; ১৪৯ জন। বাকিদের মধ্যে চট্টগ্রাম বিভাগে ৫৭ জন, ঢাকা বিভাগে ৬১ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৪২ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৪৫ জন, খুলনা বিভাগে ২১ জন, আর রাজশাহী বিভাগের হাসপাতালে ভর্তি হয়েছে ৫৪ জন।
অপরদিকে, মোট ১০ হাজার ২৯৬ জন রোগীর মধ্যে বরিশাল বিভাগের ৪ হাজার ৫৯১ জন, চট্টগ্রাম বিভাগের ১ হাজার ৫২৬ জন, ঢাকা বিভাগের এক হাজার আটজন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৮৩১ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১ হাজার ৪০৩ জন, খুলনা বিভাগের ৩৪৩ জন, ময়মনসিংহ বিভাগের ১৩৬ জন, রাজশাহী বিভাগের ৪০১ জন, রংপুর বিভাগে ২৬ জন আর সিলেট বিভাগের আছেন ৩০ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। আগের হিসেবে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৪২ জনের।
তাদের মধ্যে বরিশাল বিভাগে রয়েছে ১১ জন, চট্টগ্রাম বিভাগে ৪ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৯ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশন ও খুলনা বিভাগে ২ জন করে এবং ঢাকা বিভাগ, ময়মনসিংহ বিভাগ ও রাজশাহী বিভাগে দুইজন।