রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় আশানুরূপ অগ্রগতি না হওয়া জুলাই সনদ ঘোষণা নিয়ে খানিকটা শঙ্কা দেখা দিয়েছে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি, অধ্যাপক আলী রীয়াজ।
রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে কমিশনের দ্বিতীয় দফার সপ্তম দিনের আলোচনার শুরুতে এমন মন্তব্য করেন তিনি।
আলী রীয়াজ জানান, কমিশনের আশা ছিল আবু সাঈদের শাহাদাতবার্ষিকীতে সবাই মিলে জুলাই সনদে স্বাক্ষর করবে, কিন্তু রাজনৈতিক দলগুলোর অবস্থান অনিশ্চয়তা তৈরি করেছে।
এদিনের বৈঠকে নতুন কোনো বিষয় না তুলে আগের বিষয়গুলো নিয়েই আলোচনা হয়েছে, যেখানে এখনো ঐকমত্য হয়নি। আলোচনায় সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোর নিয়োগ পদ্ধতি, দ্বিকক্ষ পার্লামেন্ট, উচ্চকক্ষের নির্বাচন ও দায়িত্ব নিয়ে মতপার্থক্য রয়ে গেছে।
আলী রীয়াজ স্মরণ করিয়ে দেন, গত জুলাই মাসে দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে সবাই দেশের পতাকা ধারণ করেছিল এবং ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ঝাঁপিয়েছিল। সেই চেতনা ধরে রাখার তাগিদ দিয়ে তিনি বলেন, `জুলাই মাসের মধ্যেই এই সংস্কার প্রক্রিয়ার একটি স্পষ্ট পরিণতি দরকার।‘
তিনি সতর্ক করেন, `ভবিষ্যতে যেন কেউ জনগণের ইচ্ছার বিপরীতে একনায়কতান্ত্রিক সংস্কার চাপিয়ে না দিতে পারে, সে জন্য সাংবিধানিক সুরক্ষা নিশ্চিত করতে হবে।‘
আলোচনায় অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার, বিচারপতি এমদাদুল হক, ইফতেখারুজ্জামান এবং মো. আইয়ুব মিয়া। সঞ্চালনা করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।