শেরপুর পৌর এলাকার বেসরকারি ইউনাইটেড হাসপাতাল থেকে তিন দিন বয়সী এক কন্যা শিশু চুরির অভিযোগ উঠেছে।
জানা যায়, পৌর এলাকার চাপাতলী মহল্লার মাংস ব্যবসায়ী ফিরোজ মিয়ার স্ত্রীকে সিজারিয়ান অপারেশনের জন্য ওই হাসপাতালে ভর্তি করা হয়। ২৬ জুন তিনি একটি কন্যা সন্তান প্রসব করেন। শনিবার সকাল সাড়ে ৯টায় বোরখা পরা এক নারী নবজাতক শিশুটিকে নিয়ে যায়।
ঘটনার পর ওই কক্ষের সামনের সিসিটিভি ক্যামেরা নষ্ট ছিল বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। পরে বাইরের একটি সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, ওই নারী শিশুটিকে নিয়ে দ্রুত স্থান ত্যাগ করছেন।
শিশুটির বাবা ফিরোজ মিয়া জানান, বিষয়টি নিয়ে আইনি পদক্ষেপ নেয়া হবে। ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা।