মেহেরপুরের গাংনীতে বিএনপির একটি কার্যালয়ের সামনে থেকে দুটি ‘হাতবোমা’ সদৃশ বস্তু ও একটি চিরকুট পাওয়া গেছে।
বুধবার সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এগুলো উদ্ধার করেছে।
বুধবার সকাল সাড়ে ৬টার দিকে মটমোড়া ইউনিয়নের নওদা মটমোড়া গ্রামে সেগুলো উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, বিএনপির ১ নম্বর ওয়ার্ডের (বাবলু গ্রুপের) কার্যালয়ের সামনে বুধবার সকালে বিস্ফোরক সদৃশ্য বস্তু ও একটি চিরকুট পড়ে থাকতে দেখা যায়। পরে তারা দ্রুত গাংনী থানা পুলিশকে খবর দেন। থানার একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে সেগুলো উদ্ধার করে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বনী ইসরায়েল বলেন, ‘স্থানীয়দের তথ্যের ভিত্তিতে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে দুটি বিস্ফোরক সদৃশ্য বস্তু ও একটি চিরকুট উদ্ধার করেছি। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং আইনগত প্রক্রিয়া চলমান।’
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কাউকে ভয় দেখানোর উদ্দেশ্যে জিনিসগুলো সেখানে ফেলে রাখা হতে পারে বলে ধারণা করছে পুলিশ।